আসন্ন ওয়ানডে বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে। সোমবার রাত ১২ টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয় বৈশ্বিক টুর্নামেন্টের এই ট্রফিটি। সূচি অনুযায়ী কথা ছিল ফটোসেশনের জন্য ট্রফিটি হেলিকপ্টরে করে পদ্মা সেতুতে নেয়া হবে। তবে বৈরী আবহাওয়ার জন্য সড়ক পথে নেওয়া হয়েছে আইসিসি বিশ্বকাপ ট্রফি।
বাঙালির অগ্রযাত্রার স্মারক পদ্মা সেতুতে ফটোসেশন হবে বিশ্বকাপ ট্রফির। তাই পদ্মার দুই পারের ক্রিকেট প্রেমিদের মধ্যে এখন বইছে উচ্ছাস। সামনাসামনি এক নজর ট্রফিটি দেখতে অপেক্ষায় আছেন পদ্মা পাড়ের মানুষ।
তিন দিনের এই বিশ্বভ্রমণের আজ প্রথম দিন। পদ্মা সেতুতে ফটোসেশন শেষে আবার ফিরবে ঢাকা। দ্বিতীয় দিনে মঙ্গলবার ট্রফি থাকবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রফি উন্মুক্ত থাকবে জাতীয় পুরুষ ও নারী ক্রিকেট দল, বর্তমান ও সাবেক ক্রিকেটার, অফিসিয়াল, সংগঠক ও গণমাধ্যমের জন্য। সাধারণ দর্শকরাও ট্রফি দেখার সুযোগ পাবেন।
এরপর তৃতীয় দিন বুধবার বসুন্ধরা সিটি শপিংমলে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সাধারণ ক্রিকেটপ্রেমীরা দেখার সুযোগ পাবেন ট্রফিটি। তুলতে পারবেন ছবি।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস