এবারের ঈদুল আজহায় সপরিবারে এখন মাগুরায় অবস্থান করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ঈদের পরদিনই স্ত্রীকে নিয়ে রিকশায় চড়ে ঈদের দাওয়াতে (নিমন্ত্রণ) বের হয়েছেন তিনি।
শুক্রবার (২০ জুন) সকাল পৌনে নয়টার দিকে স্ত্রী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে রিকশায় দেখা গেছে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক।
এর আগে বৃহস্পতিবার সকালে সাকিব বাবার সঙ্গে মাগুরা শহরের নোমানী ময়দানে প্রধান জামাতে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগসহ স্থানীয় মানুষের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এলএবাংলাটাইমস/আইটিএলএস