খেলাধুলা

বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে এসে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের পেসার

বিশ্বকাপে খেলার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিলেন যুক্তরাষ্ট্রের পেসার কাইল ফিলিপ। কিন্তু সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হলেন আন্তর্জাতিক ক্রিকেটে।

গত রোববার জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইপর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলে যুক্তরাষ্ট্র। ওই ম্যাচেই কাইলের বোলিং অ্যাকশন সন্দেহজন বলে মনে হয় আইসিসির ম্যাচ আম্পায়ারদের। ওই ম্যাচে ৫৬ রানে ৩ উইকেট নেন কাইল ফিলিপ। ম্যাচটি ৩৯ রানে হেরেছিলো যুক্তরাষ্ট্র। ২০ জুন নেপালের বিপক্ষেও মাঠে নেমেছিলেন তিনি।কিন্তু নিষেধাজ্ঞার কারণে নেদারল্যান্ডসের বিপক্ষে পরের ম্যাচে খেলতে পারেননি তিনি। 

আইসিসির ইভেন্ট প্যানেল ফিলিপের বোলিং অ্যাকশনের ম্যাচের ফুটেজ পর্যালোচনা করে এবং তারা সিদ্ধান্তে উপনীত হয় যে তার বোলিং অ্যাকশন অবৈধ। বিধিমালার ৬.৭ ধারা অনুযায়ী, তাকে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করা থেকে নিষিদ্ধ করা হয়েছে। তবে বোলিং অ্যাকশন শুধরে মাঠে নামতে পারবেন ২৬ বছরী এই পেসার।

যুক্তরাষ্ট্রের হয়ে ৫ ওয়ানডে ম্যাচ খেলে কাইলের শিকার ৬ উইকেট। তার গড় ৪০.৮৩। ইকোনমি রেট ৬.০৪। ২০২১ সালের সেপ্টেম্বরে মার্কিন জার্সি গায়ে অভিষেক হয়েছিল তার।

  এলএবাংলাটাইমস/আইটিএলএস