খেলাধুলা

আইপিএলে না যাওয়াকে পারিবারিক কারণ বললেন সাকিব

সাকিব আল হাসানের কাছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ঘরের মতো। আইপিএল ক্যারিয়ারের শুরুতে কেকেআরে খেলেছেন তিনি। দলটির হয়ে শিরোপাও জিতেছেন। এবার আবার কেকেআরের জার্সিতে খেলার সুযোগ ছিল তার। কিন্তু আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সাকিব। কেকেআর কিংবা সাকিবের পক্ষ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণ উল্লেখ করা না হলেও জানা গিয়েছিল, বাংলাদেশ জাতীয় দলের খেলা থাকায় ও পারিবারিক প্রয়োজনে এবারের আসরে খেলবেন না তিনি। যদিও বিসিবির থেকে পুরো আইপিএলের জন্য ছাড়পত্র না পাওয়ায় তার আইপিএল খেলা হচ্ছে না বলে জানা গেছে। সাকিব এবং কেকেআরের পক্ষ থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট কিংবা মে মাসের আয়ারল্যান্ড সিরিজ থেকে ছুটি চাওয়া হয়েছিল। সেটাও অনুমোদন করেনি বিসিবি। কেকেআর ফ্র্যাঞ্জাইজি তাই সাকিবকে তার জায়গায় পুরো মৌসুমের জন্য পাওয়া যায় এমন কাউকে নেওয়ার প্রস্তাব দিয়েছিল। ওই প্রস্তাবে সম্মত হয়ে চুক্তি প্রত্যাহার করেছেন বাংলাদেশ টেস্ট ও টি-২০ দলের অধিনায়ক। তবে শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে আইপিএলে না যাওয়ার পেছনে শুধু পারিবারিক কারণকে সামনে আনলেন তিনি। সাকিব বলেছেন, ‘আইপিএলে খেলতে না যাওয়ার কারণে মন খারাপ না। খেলতে পারলে ভালো লাগতো, ভারতে বিশ্বকাপ আছে, আইপিএল সেজন্য ভালো একটা সুযোগ ছিল। কিন্তু ফ্যামিলি ইমার্জেন্সি আছে, কিছু করার নেই।’ ফ্যামিলি ইমার্জেন্সিই একমাত্র কারণ কিনা এমন প্রশ্নে একই উত্তর দেন তিনি।




এলএবাংলাটাইমস/আইটিএলএস