খেলাধুলা

এনামুল-তামিমে শুভ সূচনা বাংলাদেশের

বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৩৮ রান।এনামুল ২০ এবং তামিম ১৫ রানে ব্যাট করছেন।  ৮ ব্যাটসম্যান নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। নাসিরের বদলে নেওয়া হয়েছে সাব্বির রহমানকে। এছাড়া ১৫ সদস্যের মধ্য থেকে জায়গা পাননি তাইজুল ইসলাম, আরাফাত সানি এবং আল-আমিন হোসেন।  বাংলাদেশ একাদশ:এনামুল হক, তামিম ইকবাল, মমিনুল হক, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাশরাফি মোর্তজা, তাসকিন আহমেদ এবং রুবেল হোসেন।  আফগানিস্তান একাদশ:জাভেদ আহমাদি, আফসার জাজাই, নওরোজ মঙ্গল, আসগর স্তানিকজাই, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবী, মিরওয়াইস আশরাফ, আফতাব আলম, হামিদ হাসান এবং শাপুর জাদরান।