আজ ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ধ্বংসের
২৩তম বাষির্কী। এ উপলক্ষে আজ
হায়দরাবাদে বনধ আহ্বান করেছেন
এআইএমআইএম-এর নেতৃত্বে থাকা
আসাদুদ্দিন ওয়েইসি। অনলাইন জি নিউজ এ
খবর দিয়েছে। এতে আরও বলা
হয়েছে, বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকী
উপলক্ষ্যে পুলিশ শনিবার সকাল থেকেই
হায়দরাবাদে ১৪৪ ধারা জারি করেছে। তারা
বলেছে, বিশ্বস্ত সূত্রে তাদের কাছে
খবর আছে যে কিছু গ্রুপ এ উপলক্ষে
অযোধ্যায় বিশৃংখলা সৃষ্টি করতে পারে। তাই
এ ব্যবস্থা নেয়া হয়েছে। হায়দরাবাদ পুলিশ
কমিশনার এম মাহেনদর রেড্ডি বলেন, ওই
এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে শনিবার সকাল
৬টা থেকে ৭ই ডিসেম্বর সকাল ৬টা
পর্যন্ত। এ ব্যবস্থা নেয়া হয়েছে
জনশৃংখলা, শান্তি বজায় রাখার জন্য। এ সময়ে
যেকোন প্রকার বিক্ষোভ, ধরনা,
সমাবেশ, জনসভা নিষিদ্ধ।
২৩তম বাষির্কী। এ উপলক্ষে আজ
হায়দরাবাদে বনধ আহ্বান করেছেন
এআইএমআইএম-এর নেতৃত্বে থাকা
আসাদুদ্দিন ওয়েইসি। অনলাইন জি নিউজ এ
খবর দিয়েছে। এতে আরও বলা
হয়েছে, বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকী
উপলক্ষ্যে পুলিশ শনিবার সকাল থেকেই
হায়দরাবাদে ১৪৪ ধারা জারি করেছে। তারা
বলেছে, বিশ্বস্ত সূত্রে তাদের কাছে
খবর আছে যে কিছু গ্রুপ এ উপলক্ষে
অযোধ্যায় বিশৃংখলা সৃষ্টি করতে পারে। তাই
এ ব্যবস্থা নেয়া হয়েছে। হায়দরাবাদ পুলিশ
কমিশনার এম মাহেনদর রেড্ডি বলেন, ওই
এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে শনিবার সকাল
৬টা থেকে ৭ই ডিসেম্বর সকাল ৬টা
পর্যন্ত। এ ব্যবস্থা নেয়া হয়েছে
জনশৃংখলা, শান্তি বজায় রাখার জন্য। এ সময়ে
যেকোন প্রকার বিক্ষোভ, ধরনা,
সমাবেশ, জনসভা নিষিদ্ধ।