নিউইয়র্ক

একাধিক নারীকে যৌন হেনস্থা করেছেন ক্যুমো: অ্যাটর্নি জেনারেল

নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু ক্যুমোর বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগের একাধিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন রাজ্যের অ্যাটর্নি জেনারেল। এর আগে অ্যান্ড্রু ক্যুমোর বিরুদ্ধে সাবেক ও বর্তমান সহকর্মীসহ আরো বেশ কয়েকজন যৌন হয়রানির অভিযোগ তোলেন। গত কয়েক মাসে একাধিক নারী ক্যুমোর বিরুদ্ধে মুখ খোলেন। অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস মঙ্গলবার (০৩ আগস্ট) জানান, নিউ ইয়র্কের ডেমোক্রেটিক গভর্নর অ্যান্ড্রু ক্যুমো একাধিক নারীকে যৌন হেনস্থা করেন বলে তদন্তে উঠে এসেছে৷ অ্যাটর্নি জেনারেল জানান, অ্যান্ড্রু ক্যুমোর বিরুদ্ধে 'ইঙ্গিতপূর্ণ স্পর্শ' ও 'যৌন উত্তেজক কথার' প্রমান পাওয়া গেছে। তিনি সহকর্মী নারীদের কাজের ক্ষেত্র অসহনীয় করে তুলেন বলেন অভিযোগ উঠেছে৷ লেটিশিয়া জেমস জানান, ক্যুমোর বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত করতে ১৭৯ জন মানুষের সাথে কথা বলা হয়েছে। সেই সাথে ৭৪ হাজার আলামত যাচাই-বাছাই করা হয়েছে৷ অ্যান্ড্রু ক্যুমো বরাবরই তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন৷ ফেব্রুয়ারিতে তিনি বলেন, হয়তো কারো ক্ষেত্রে তিনি একান্তই ব্যক্তিগত সম্পর্ক মনে করে কিছুটা ঘনিষ্ঠ হয়েছেন। রাজনৈতিকভাবে হেয় করতে এগুলো বর্তমানে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এলএবাংলাটাইমস/ওএম