নিউইয়র্ক

নতুন ব্যবসা শুরু করতে মনোযোগী হচ্ছেন মার্কিনীরা

চলমান করোনাভাইরাস মহামারীতে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি। লাখ লাখ বাসিন্দা কর্মস্থল হারিয়েছেন, সংকটের মুখে পড়েছেন অনেক বাসিন্দারা। তবে এসবের মধ্যেও যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য ভালো খবর হচ্ছে, আগের থেকে উল্লেখযোগ্য হারে নতুন ব্যবসা শুরু করতে মনোযোগী হচ্ছেন মার্কিনীরা। 

যুক্তরাষ্ট্রের সেনশাস ব্যুরো সূত্র জানিয়েছে, গত বছর থেকে এই বছরে নতুন ব্যবসা শুরু করার জন্য আবেদন ৪০ শতাংশ বেড়েছে। এর আগে কয়েক দশক ধরে এভাবে কখনো নতুন ব্যবসা শুরু করার আবেদন জমা পড়েনি। 

মার্কিনীদের ব্যবসা শুরু করার এই প্রবণতাকে বেশ ইতিবাচক হিসেবে দেখছেন দেশটির অর্থনীতিবিদরা। বিপর্যস্ত অর্থনীতিকে সারিয়ে তুলতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের এই উদ্যোগ ফলপ্রসু হবে বলে ধারণা করছেন তারা। 

বিশেষজ্ঞরা বলছেন, 'কর্মস্থল থেকে ছিটকে পড়া বাসিন্দারা ব্যবসা শুরু করার মাধ্যমে নতুনভাবে ঘুরে দাঁড়াতে পারবে। সেইসাথে নিজের স্বাধীন ব্যবসা থাকলে অর্থনৈতিকভাবে সচল থাকার সম্ভাবনা বেশি। মার্কিন অর্থনীতি পুনরায় সচল করতে ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রধান প্রভাবক হিসেবে কাজ করতে পারে'। 

২০০৮ সালের অর্থনৈতিক মন্দার পর যুক্তরাষ্ট্রে নতুন ব্যবসার প্রচলন বেশ কমে গিয়েছিলো। এর ফলে পরিকল্পনা মাফিক অর্থনীতির ক্ষত সেরে উঠছিলো না। সেই অর্থনৈতিক মন্দার পরই নতুন ব্যবসায়ীদের উদ্ধুদ্ধ করার দরকার ছিলো বলে মত দিয়েছেন ইউএস সেনশাস ব্যুরো। 

এছাড়াও 'ওয়ার্ক ফ্রম হোম' সুবিধা থাকার কারণে বাসিন্দারা নতুন ব্যবসা করার সুযোগ পাচ্ছে বলে জানায় ইউএস সেনশাস ব্যুরো। পাশাপাশি নতুন ব্যবসা শুরু হলে অনেক কর্মহীনদের কাজের সুযোগ সৃষ্টি হবে। যুক্তরাষ্ট্রে ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ১০ মিলিয়নের বেশি মার্কিনী চাকরিপ্রত্যাশি রয়েছেন। 


এলএবাংলাটাইমস /ওএম