নিউইয়র্ক

জনমত জরিপে এগিয়ে বাইডেন, তবু স্বস্তি নেই ডেমোক্রেটিক শিবিরে

কয়েকদিন পরেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এবারের লড়াই রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন এর মধ্যে। দুই শিবিরই জোরেশোরে প্রচারণা শুরু করেছে নিজেদের দলের প্রার্থীকে হোয়াইট হাউজে পৌঁছে দিতে। 

সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজ্যে জনসমর্থনে এগিয়ে আছেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মোকাবেলার প্রশ্নে ও আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে জো বাইডেনের উপরই আস্থা রাখছেন বেশিরভাগ মার্কিনী। 

এর আগে জরিপে দেখা গেছে, জো বাইডেনের উপর আস্থা রেখেছে ৫০ শতাংশের বেশি জনগণ। আর ট্রাম্পের প্রতি আস্থা রয়েছে ৩০ শতাংশের মতো বাসিন্দার। এছাড়াও প্রায় ২০ শতাংশ বাসিন্দা এখনো ঠিক করেনি প্রেসিডেন্ট হিসেবে তারা কাকে বেছে নিতে চান। 

জনমত জরিপ অনুযায়ী, জো বাইডেনের উপর সবচেয়ে বেশি আস্থা রাখছেন প্রবীণ নাগরিক ও শহরতলীর মানুষেরা। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প নবীনদের আস্থা পেলেও কৃষ্ণাঙ্গ অধ্যুষিত এলাকাগুলোয় ট্রাম্পের জনসমর্থন কমে গেছে। সবচেয়ে বেশি আশংকার বিষয় হচ্ছে, রিপাবলিকান শাসিত বেশকিছু রাজ্যেও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর জনপ্রিয়তা হারাচ্ছেন। 

তবে, জরিপে এগিয়ে থাকলেও খুব বেশি স্বস্তিতে নেই ডেমোক্রেটিক শিবির। জো বাইডেনকে জিততে হলে বেশকিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক অঞ্চলে ট্রাম্পের সাথে তুমুল লড়াই করতে হবে। এছাড়াও ২০১৬ সালের নির্বাচনের তিক্ত অভিজ্ঞতার কথাও মনে রেখেছেন ডেমোক্র্যাটরা। 

২০১৬ সালের নির্বাচনের আগে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন প্রায় সব জরিপেই ডোনাল্ড ট্রাম্পের থেকে এগিয়ে ছিলেন। এরপরেও শেষ পর্যন্ত নির্বাচনে বড় জয় লাভ করে ডোনাল্ড ট্রাম্প। ফলে সবকিছু মিলিয়ে ডেমোক্রেটিক শিবিরে নির্বাচনের আগে স্বস্তি ফিরবে না- এটি বলাই যায়।


এলএবাংলাটাইমস /ওএম