নিউইয়র্ক

বাড়ছে করোনা মহামারী, ২২ অঙ্গরাজ্য ঝুঁকিতে

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। আগস্টের পর গত দুই মাসে সর্বোচ্চ সংখ্যক করোনা সংক্রমণ সনাক্ত হয়েছে গত শুক্রবার। এরমধ্যে ২২টি অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়ে গেছে। 

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যানুসারে, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়াসহ প্রায় ২২টি রাজ্যে প্রতিদিন ১ হাজার নতুন রোগী সনাক্ত হচ্ছে৷ আর পুরো যুক্তরাষ্ট্রজুড়ে একদিনে সনাক্ত হয়েছে ৪৬ হাজার জন। গত কয়েক সপ্তাহের মধ্যে সংক্রমণ বেড়ে গেছে ১২ শতাংশ। 

তাছাড়া, অক্টোবর মাসে উত্তরাঞ্চলের বেশকিছু অঙ্গরাজ্যে সেপ্টেম্বর মাস থেকে সংক্রমণ বেড়েছে ৯১ শতাংশ৷ এছাড়াও আরো ২৮টি রাজ্যজুড়ে উল্লেখযোগ্য হারে বেড়েছে সংক্রমণ। শুধুমাত্র দুইটি অঙ্গরাজ্যেই সংক্রমণের হার হ্রাস পেয়েছে। 

তাছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যাও বেড়েছে। যুক্তরাষ্ট্রে মোট মৃত্যুর সংখ্যা কমলেও উইসকনসিনসহ বেশকিছু রাজ্যে হাসপাতালে ভর্তির সংখ্যা ও মৃত্যুর সংখ্যা- দুটোই বেড়েছে। 

স্বাস্থ্যবিশেষজ্ঞরা জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রে শীত আসন্ন হলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আরো বাড়বে। ইউএস সেন্টার ফর ডিজিজ এন্ড প্রিভেনশন জানিয়েছে, এই মাস শেষে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়াতে পারে ২ লাখ ৩৩ হাজার। বর্তমানে যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ১৩ হাজার। 

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে  করোনাভাইরাসের দ্বিতীয়ধাপে বয়স্কদের থেকে তরুণরাই বেশি আক্রান্ত হচ্ছে। এছাড়া তরুণদের মাধ্যমে সংক্রমণ বাড়ছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা৷ 


এলএবাংলাটাইমস /ওএম