নিউইয়র্ক

লরার পর যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে হারিকেন স্যালি

এক মাসের মধ্যে দ্বিতীয়বার হারিকেনের মুখোমুখি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চল। কিছুদিন আগেই চারমাত্রার হারিকেন লরার তাণ্ডবে তছনছ হয়েছিলো উপকূলের অনেক অঞ্চল। এবার যুক্তরাষ্ট্রের গালফ কোস্টের দিকে ধেয়ে আসছে হারিকেন স্যালি। 

ন্যাশনাল হারিকেন সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউ ওরল্যান্সে আঘাত হানার সময় গ্রীষ্মমণ্ডলীয় ঝড় স্যালি দুই মাত্রার হারিকেনে পরিণত হবে৷ 

হারিকেনের কারণে লুইজিয়ানার মরগান সিটি, মিসিসিপি, নিউ ওরল্যান্সসহ বেশ কিছু অঞ্চলে সতর্কবার্তা জারি করা হয়েছে৷ বর্তমানে হারিকেনটি ফ্লোরিডা উপকূলের পশ্চিমে অবস্থান করছে৷ সেখানে ক্রমশ শক্তি অর্জন করে ৬০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে স্যালি। 

ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, স্যালির প্রভাবে দেশটির উপসাগরীয় উপকূলে প্রবল বাতাসের পাশাপাশি আচমকা বন্যা ও জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। এ সময় উপকূলীয় অঞ্চলে ছয় থেকে এগারো ফিট উঁচু জলোচ্ছ্বাস বয়ে যেতে পারে।

ফলে নিউ অরল্যান্সের কিছু এলাকার বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে মেয়র লেটোয়া কান্ট্রেল। সেই সাথে লুইজিয়ানায় জরুরি অবস্থা জারি করেছে সেখানের গভর্নর জন বেল এডওয়ার্ডস। সেইসাথে গ্র‍্যান্ড ইসলের বাসিন্দাদের বাধ্যতামূলক অন্যত্র সরে যেতে নির্দেশ দিয়েছেন গভর্নর। 

স্যালি হচ্ছে আটলান্টিক সাগর থেকে উৎপন্ন এই বছরের ২০তম হারিকেন ও এক মাসের ব্যবধানে উপকূলে তৈরি হওয়া দ্বিতীয় হারিকেন। এর আগে গত মাসে হারিকেন লরা যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপকূলে প্রায় ১৫০ মাইল বেগে আঘাত হেনেছিল। এর ফলে বন্ধ হয়ে গিয়েছিল উপকূলের তেল স্থাপনার কার্যক্রম। 



 এলএবাংলাটাইমস/ওএম