নিউইয়র্ক

৩৩ হাজার নতুন কর্মী নিয়োগ দিচ্ছে আমাজন

আগামী ১৬ সেপ্টেম্বর একটি ‘ক্যারিয়ার ডে’ আয়োজন করতে যাচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ কর্পোরেট প্রতিষ্ঠান আমাজন। আমাজনে চাকরি করতে আগ্রহী এমন সবার জন্য এই আয়োজন উন্মুক্ত থাকবে।  


সংবাদ বিজ্ঞপ্তিতে আমাজন জানায়, ক্যারিয়ার ডে তে ১ হাজার সদস্য বিশিষ্ট একটি দল থাকবে যারা ২০ হাজার কর্মী নিয়োগের জন্য কোচিং সেশন পরিচালনা করবে। সেশনগুলোতে বিনামূল্যে অংশগ্রহণ করা যাবে।

বর্তমানে আমাজনে কর্পোরেট ও প্রযুক্তি বিভাগে ৩৩ হাজার পদ উন্মুক্ত রয়েছে এবং অতি শীঘ্রই অপারেশন নেটওয়ার্কে অতিরিক্ত হাজার ঘণ্টারও বেশি কাজের ক্ষেত্র উন্মুক্ত হবে বলে জানায় তারা। নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীরা ঘণ্টাপ্রতি ন্যূনতম ১৫ ডলার করে পাবেন এবং অভিভাবকত্বের ছুটির জন্য সর্বোচ্চ ২০ সপ্তাহের ছুটিও পাবেন।   

কর্পোরেট ও প্রযুক্তি বিভাগে নিয়োগপ্রাপ্ত কর্মীরা গড়ে ১ লক্ষ ৫০ হাজার পারিশ্রমিক পাবেন যার মধ্যে বেতন, শেয়ার ভিত্তিক ক্ষতিপূরণ ও সুবিধাদী রয়েছে। 

কভিড-১৯ এর পরিপ্রেক্ষিতে যারা চাকরি হারিয়েছেন এবং বর্তমানে চাকরি খুঁজছেন এমন সবার কথা চিন্তা করেই ক্যারিয়ার ডে’র ডিজাইন করা হয়েছে। অভিজ্ঞতা আছে কি নেই, পেশাগত জায়গা অথবা ব্যাকগ্রাউন্ড কী ছিল এসব বিবেচনা না করে সবার জন্যই চাকরির সুযোগ থাকছে। 

এর আগে পণ্য ডেলিভারির চাহিদা মেটাতে আমাজন করোনাভাইরাসের পরিস্থিতির মধ্যে কয়েক মাস আগে ১ লক্ষ ৭৫ হাজার নতুন কর্মী নিয়োগ করেছে। 







এলএ বাংলা টাইমস/এমকে