নিউইয়র্ক

উইসকনসিনের কেনোশায় বিক্ষোভ অব্যাহত, সফরে যাচ্ছেন ট্রাম্প

উইসকনসিনের কেনোশায় পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ যুবক জ্যাকব ব্ল্যাক আহত হওয়ার ঘটনায় বিক্ষোভ চলমান রয়েছে। আর কেনোশার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সেখানে সফরে যাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

হোয়াইট হাউজের মুখমাত্র জুড ডিয়ের জানায়, আগামী মঙ্গলবারে বিক্ষোভে উত্তাল কেনোশায় সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সাক্ষাৎ করবেন ও চলমান বিক্ষোভের কারণে হওয়া ক্ষয়ক্ষতি জরিপ করবেন। 

তবে পুলিশের গুলিতে আহত জ্যাকব ব্ল্যাকের পরিবারের সাথে ট্রাম্প দেখা করবেন কি না, সেটি নিশ্চিত করতে পারেননি জুড ডিয়ের। 

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প অভিযুক্ত পুলিশ অফিসারের সম্পর্কে দেওয়া মতামতে বলেন, এই ব্যাপারটা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে এটা দেখতে খুব ভালো লাগেনি। এছাড়া এই ঘটনা সম্পর্কে অন্য কোনো মতামত দেওয়া থেকে বিরত থাকেন ট্রাম্প। 

তবে সম্প্রতি রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন এ বলেন, ডেমোক্রেটিকদের এর অধীনে চলা রাজ্যগুলোতেই লুটপাট, দাঙ্গা ও বিক্ষোভ দেখা যাচ্ছে।

সম্প্রতি পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন জ্যাকব ব্ল্যাক নামের এক কৃষ্ণাঙ্গ যুবক। পেছন থেকে গাড়িতে বসা তিন বাচ্চার সামনে ব্ল্যাককে সাতটি গুলি করে পুলিশ। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে কেনোশাসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে পুলিশি নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। 


এলএবাংলাটাইমস/ওএম