পরপারে পারি জমালেন পঞ্চাশের দশকের রুপালি পর্দার ডাকসাইটে হিরোইন লরি নেলসন। সোমবার (২৪ আগস্ট) বার্ধ্যকজনিত স্নায়ুবিক রোগে এই হার্টথ্রব নায়িকার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন লরি নেলসনের কন্যা জেনিফার ম্যান।
পঞ্চাশের দশকে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দেওয়া এই নায়িকা ৮৭ বছর বয়সে মারা যান।
১৯৫২ সালে ইউনিভার্সাল ইন্টারন্যাশনাল এর 'ব্যান্ড অব দ্যা রিভার' সিনেমার মাধ্যমে অভিষেক হয় এই নায়িকা। মোহনীয় রূপ, আকর্ষণীয় নীল চোখ আর অভিনয় দক্ষতা দিয়ে খুব দ্রুতই রুপালি পর্দায় নিজের জায়গা পাকাপোক্ত করেন তিনি।
পরবর্তীতে ফ্র্যান্সিস গোজ টু ওয়েস্ট পয়েন্ট, মা এন্ড পা ক্যাটেল এট দ্যা ফেয়ার, আই ডাইড এ থাউজেন্ড টাইমস, হট রড গার্ল, হাউ টু মেরি এ মিলিয়নিয়ার এর মতো অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দেন নায়িকা লরি নেলসন। অভিনয় জীবনে অংসখ্য এওয়ার্ড পেয়েছেন তিনি।
১৯৬০ সালে মিউজিক কম্পোজার জনি ম্যানকে বিয়ে করেন লরি নেলসন। তেরো বছর সংসারের পর তাদের ডিভোর্স হলে পরবর্তীতে লস এঞ্জেলেসের পুকিশ সার্জেন্ট জোসেফ রেইনারকে বিয়ে করেন তিনি। মৃত্যুকালে স্বামী, চার সন্তান রেখে গেছেন সোনালি চুলের রুপালি পর্দার এই তারকা।
এলএবাংলাটাইমস/ওএম
পঞ্চাশের দশকে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দেওয়া এই নায়িকা ৮৭ বছর বয়সে মারা যান।
১৯৫২ সালে ইউনিভার্সাল ইন্টারন্যাশনাল এর 'ব্যান্ড অব দ্যা রিভার' সিনেমার মাধ্যমে অভিষেক হয় এই নায়িকা। মোহনীয় রূপ, আকর্ষণীয় নীল চোখ আর অভিনয় দক্ষতা দিয়ে খুব দ্রুতই রুপালি পর্দায় নিজের জায়গা পাকাপোক্ত করেন তিনি।
পরবর্তীতে ফ্র্যান্সিস গোজ টু ওয়েস্ট পয়েন্ট, মা এন্ড পা ক্যাটেল এট দ্যা ফেয়ার, আই ডাইড এ থাউজেন্ড টাইমস, হট রড গার্ল, হাউ টু মেরি এ মিলিয়নিয়ার এর মতো অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দেন নায়িকা লরি নেলসন। অভিনয় জীবনে অংসখ্য এওয়ার্ড পেয়েছেন তিনি।
১৯৬০ সালে মিউজিক কম্পোজার জনি ম্যানকে বিয়ে করেন লরি নেলসন। তেরো বছর সংসারের পর তাদের ডিভোর্স হলে পরবর্তীতে লস এঞ্জেলেসের পুকিশ সার্জেন্ট জোসেফ রেইনারকে বিয়ে করেন তিনি। মৃত্যুকালে স্বামী, চার সন্তান রেখে গেছেন সোনালি চুলের রুপালি পর্দার এই তারকা।
এলএবাংলাটাইমস/ওএম