বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানমালার আয়োজন করেছে লস এঞ্জেলেস প্রবাসী ‘লিটল বাংলাদেশ’। ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৭:০০টা থেকে রাত ৯:০০টা পর্যন্ত দেশী রেস্টুরেন্টে এই অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে রয়েছে দেশের গান, গণসংগীত ও কবিতা আবৃত্তি। এতে লিটল বাংলাদেশের পক্ষ থেকে লস এঞ্জেলেস প্রবাসী সবাইকে যথা সময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
স্থানঃ- দেশী রেস্টুরেন্ট 3723 W 3rd St, Los Angeles,CA 90020 তারিখঃ- ১৬ই ডিসেম্বর ২০১৪ সময়ঃ-সন্ধ্যা ৭টা ১০মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত।
স্থানঃ- দেশী রেস্টুরেন্ট 3723 W 3rd St, Los Angeles,CA 90020 তারিখঃ- ১৬ই ডিসেম্বর ২০১৪ সময়ঃ-সন্ধ্যা ৭টা ১০মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত।