লস এঞ্জেলেস

ডাউনটাউন লং বিচে ভয়াবহ দুর্ঘটনা: ৬ জন হাসপাতালে ভর্তি

শনিবার ভোরে ডাউনটাউন লং বিচে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটে লং বিচ বুলেভার্ড ও ওশান বুলেভার্ডের সংযোগস্থলে, লং বিচ টেরেস থিয়েটারের বিপরীতে, স্থানীয় সময় রাত ১:৩০ টার কিছু আগে। ঘটনাস্থলে দুটি গুরুতর ক্ষতিগ্রস্ত গাড়ি পাওয়া যায় — একটি ধূসর রঙের কিয়া রিও সেডান এবং একটি কালো রঙের হোন্ডা সিভিক স্পোর্ট সেডান। লং বিচ পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, পাঁচজন নারী যাত্রীসহ একটি গাড়ি ওশান বুলেভার্ড দিয়ে পূর্বমুখী যাচ্ছিল। তারা যখন বাঁ দিকে লং বিচ বুলেভার্ডের দিকে মোড় নেন, তখন একটি একক পুরুষ চালক থাকা অন্য গাড়ি এসে তাদের ধাক্কা মারে। ধাক্কায় কিয়া গাড়িটি সেন্টার মিডিয়ানের একটি ট্র্যাফিক পোলের সঙ্গে সজোরে আঘাত করে এবং হোন্ডা গাড়িটি রাস্তার অপর পাশে ফুটপাথে উঠে যায়। ভিন্ন ভিন্ন মাত্রার আঘাত নিয়ে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অন্তত একজন নারী আশঙ্কাজনক হলেও স্থিতিশীল অবস্থায় আছেন। তবে পুলিশ কোন যাত্রীরা কোন গাড়িতে ছিলেন তা নিশ্চিত করেনি। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, উভয় গাড়ির সামনের অংশ সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে এবং রাস্তার মোড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গাড়ির ধ্বংসাবশেষ। দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন। পুলিশ জানিয়েছে, গতির মাত্রাতিরিক্ততা ও মাদক বা মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিষয়টি সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ড্রাইভারদের পরিচয়সহ অন্য কোনো বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

এলএবাংলাটাইমস/ওএম