লস এঞ্জেলেস

৭-ইলেভেন স্টোরে সশস্ত্র ডাকাতি, কিশোর সহ তিনজন গ্রেফতার

সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বিভিন্ন ৭-ইলেভেন স্টোরে সশস্ত্র ডাকাতির একটানা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনার কিছু ভয়াবহ ভিডিও প্রকাশ পেয়েছে, যা পুলিশ একটি অপরাধচক্রের অংশ হিসেবে দেখছে। ১৮ এপ্রিল দিনে লস এঞ্জেলেস, ব্যাল্ডউইন পার্ক এবং প্যাসাডেনা এলাকায় মোট পাঁচটি ৭-ইলেভেন স্টোর লক্ষ্য করে এই ডাকাতি সংঘটিত হয় বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (LAPD)। প্রথম ডাকাতির ঘটনা ঘটেছে পিকো-ইউনিয়ন এলাকায় ভোর ২:৪৫ টায়, আর শেষ ঘটনা ঘটেছে রামপার্ট ভিলেজে রাত ৮:৪৫ টায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ধূসর হুডি পরা একজন ডাকাত একটি দোকানে বন্দুক তাক করে ক্যাশিয়ারের কাছে টাকা চাইছে। ভিডিওতে ওই ডাকাতকে বলতে শোনা গেছে, “রিল্যাক্স করো, আমি শুধু টাকা চাই।” আরেকটি স্থানে দেখা গেছে, ওই ব্যক্তি আরও কয়েকজনকে দোকানে ঢুকতে ইশারা করছেন এবং একজন কাউন্টারের ভেতরে ঢুকে পড়ছেন। পুলিশ জানিয়েছে, ডাকাতরা প্রতিটি স্থানে চুরি করা একটি নীল রঙের Hyundai Sonata গাড়িতে গিয়ে উপস্থিত হয়। একজন গাড়ির ভেতরেই থাকে, আর বাকিরা দোকানে ঢুকে একটি নীল রঙের স্টিলের হ্যান্ডগান ও এক্সটেন্ডেড ম্যাগাজিন ব্যবহার করে কর্মীদের ভয় দেখায়। তবে এখনও সেই অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। রাত ১০টা নাগাদ আলহামব্রা পুলিশ একটি সম্ভাব্য আরও একটি ডাকাতির চেষ্টা রুখে দেয় এবং ধাওয়া শুরু করে, যা শহরের ডাউনটাউন এলএ পর্যন্ত গড়ায়। LAPD জানিয়েছে, ২১ বছর বয়সী জ্যাকুরি টোবিয়াস-কে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ১৫ ও ১৭ বছর বয়সী দুই কিশোরকে আটক করা হয়েছে। তবে এখনো একজন সন্দেহভাজন পলাতক। পুলিশ বলেছে, এই ডাকাতচক্র আরও কোথাও হামলা করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যাদের কাছে কোনো তথ্য রয়েছে, তাদের (213) 713-2932 নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম