লস এঞ্জেলেস

রিভারসাইডে বেপরোয়া গাড়ি দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ রেস্তোরাঁ ব্যবসায়ীর

রিভারসাইড এলাকায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৭ বছর বয়সী ক্রিশ্চিয়ান বারাগান, যিনি স্থানীয়ভাবে পরিচিত ছিলেন একজন পরিশ্রমী ও হাস্যোজ্জ্বল মানুষ হিসেবে। পরিবারের দাবি, তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন পরিবারের দায়িত্ব পালনে। ১৬ এপ্রিল সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে রিভারসাইড শহরের ব্যস্ত মার্কেট স্ট্রিটে ঘটে ভয়াবহ এই দুর্ঘটনা। পুলিশ জানায়, ১৯ বছর বয়সী আইজ্যাক আইজাইয়া ভিয়ালবা তার ডজ চ্যালেঞ্জার গাড়ি দিয়ে চারটি চলন্ত গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দেন। দুর্ঘটনার শিকার এক গাড়ি ছিল ক্রিশ্চিয়ান বারাগানের হোন্ডা সিভিক, যেটি ধাক্কায় চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর অভিযুক্ত ভিয়ালবা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে উপস্থিত জনতার মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে দেখা যায়, পুলিশ তাকে মাটিতে ফেলে আটক করে। সে পালাতে চাইলে পুলিশ তাকে স্টান গান ব্যবহার করে থামায়। ক্রিশ্চিয়ান ছিলেন পরিবারে সবার ছোট। পিতার মৃত্যুর পর তিনি পারিবারিক রেস্তোরাঁ Mr. Taco পরিচালনার দায়িত্ব নেন। তার ভাই আর্তুরো বলেন, “ওর হাসি সবসময় মন ভালো করে দিত। কোনো কষ্ট বুঝতেই দিত না।”সেদিন তিনি একটি অতিরিক্ত শিফট শেষ করে বাড়ি ফিরছিলেন। পরিবারের সদস্যরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চান। তার বোন প্যাটি মারকাডো বলেন, “আমরা চাই সে বুঝুক, সে আমাদের কী হারিয়ে দিয়েছে। আমাদের ছোট ভাইটা আর কোনোদিন ফিরবে না।” এলএবাংলাটাইমস/এজেড