লস এঞ্জেলেস

নিউ মেক্সিকোতে সামরিক বহরে দুর্ঘটনা: ক্যালিফোর্নিয়ার দুই মেরিন নিহত

নিউ মেক্সিকোতে একটি সামরিক বহরের চলাচলকালে দুর্ঘটনায় নিহত দুই মার্কিন মেরিনকে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। তাঁরা দু’জনই ক্যালিফোর্নিয়ার ক্যাম্প পেন্ডলটন ঘাঁটির সদস্য ছিলেন। নিহতরা হলেন ল্যান্স কর্পোরাল আলবার্ট এ. আগুইলেরা (২২), রিভারসাইড শহরের বাসিন্দা, এবং ল্যান্স কর্পোরাল মার্সেলিনো এম. গামিনো (২৮), যিনি ফ্রেসনো শহরের বাসিন্দা। তাঁরা দু’জনেই ইউএস মেরিন কর্পসের ১ম কমব্যাট ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্য ছিলেন। আগুইলেরা ২০২৩ সালের মার্চে মেরিন কর্পসে যোগ দেন এবং ২০২৪ সালের মে মাসে ল্যান্স কর্পোরাল পদে উন্নীত হন। গামিনো ২০২২ সালের মে মাসে যোগ দিয়ে ২০২৪ সালের আগস্টে পদোন্নতি পান এবং জাতীয় প্রতিরক্ষা সেবা মেডেলসহ একাধিক পুরস্কার অর্জন করেন। দুর্ঘটনার পর তিনজন মেরিনকে টেক্সাসের এল পাসোর ইউনিভার্সিটি মেডিকেল হাসপাতালে নেওয়া হয়, যেখানে আগুইলেরা ও গামিনো মারা যান। অপর এক মেরিন এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তাঁরা যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসন রোধে সরকারের চলমান কার্যক্রমের অংশ হিসেবে মোতায়েন ছিলেন। দুর্ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে। ১ম কমব্যাট ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল টাইরন এ. ব্যারিয়ন বলেন, “আমরা আমাদের দুই ভাইকে হারিয়ে গভীরভাবে শোকাহত। তাঁদের পরিবার ও সহকর্মীদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা ও প্রার্থনা রইলো।” এলএবাংলাটাইমস/এজেড