লস এঞ্জেলেস

'মিনি হিটওয়েভ': লস এঞ্জেলেসসহ কিছু অঞ্চলে ৯০ ডিগ্রি তাপমাত্রা, কবে সবচেয়ে গরম হবে?

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এই সপ্তাহে একটি ‘মিনি হিটওয়েভ’ বা স্বল্পমেয়াদী তাপপ্রবাহ বয়ে যাবে বলে জানিয়েছে জাতীয় আবহাওয়া পরিষেবা (NWS)। এই সময়ে লস এঞ্জেলেসসহ কিছু অঞ্চলে তাপমাত্রা ৯০ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস) ছাড়িয়ে যেতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার ও বৃহস্পতিবার এই তাপপ্রবাহের তীব্রতা সবচেয়ে বেশি হবে এবং শুক্রবার থেকে তাপমাত্রা আবার কমতে শুরু করবে। লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টির অভ্যন্তরীণ এলাকায় বুধবার তাপমাত্রা ৮২ ডিগ্রি এবং বৃহস্পতিবার ৯০ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। ভ্যালি ও ইনল্যান্ড এম্পায়ার এলাকাতেও একই ধরনের উষ্ণতা অনুভূত হবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এসব অঞ্চলে দিনে গড়ে ৮২ থেকে ৯৩ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা হতে পারে। তাপপ্রবাহের সময় পর্যাপ্ত পানি পান করা, হালকা ও ঢিলেঢালা পোশাক পরা, এবং রোদ থেকে নিজেকে রক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। বয়স্ক, শিশু ও বাইরে কাজ করা মানুষদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া, উচ্চ তাপমাত্রা ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানলের আশঙ্কাও বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

এলএবাংলাটাইমস/ওএম