মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (USGS) জানিয়েছে, রবিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মালিবু এলাকায় ৩.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ৮:১৭ মিনিটে আঘাত হানে। এর কেন্দ্র ছিল ওয়েস্টলেক ভিলেজ থেকে প্রায় ৮ মাইল উত্তর-পূর্বে এবং থাউজ্যান্ড ওকস থেকে ৯ মাইল উত্তরে। এটি টানা তৃতীয় রবিবার ছিল যখন লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে ভূমিকম্প অনুভূত হলো।
তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এবিসি৭ চ্যানেলের দর্শকরা জানিয়েছেন, তাঁরা থাউজ্যান্ড ওকস, মন্টেবেলো, কারসন ও ক্যামারিলো এলাকায় ভূমিকম্প অনুভব করেছেন।
ফেসবুকে টোনিয়া ফ্রাঙ্কলিন লিখেছেন, "আমি লং বিচে অনুভব করেছি। কয়েক সেকেন্ডের জন্য একটি দেয়াল কেঁপে উঠেছিল। আমি প্রায় প্রতিদিন প্রার্থনা করি যেন বড় কোনো ভূমিকম্প না হয়। ১৯৯৪ সালের নর্থরিজ ভূমিকম্পের পর থেকেই আমি এভাবে প্রার্থনা করছি।"
USGS-এর ওয়েবসাইট অনুসারে, রাত ৯টা পর্যন্ত ২,৮০০-র বেশি মানুষ ভূমিকম্প অনুভব করার রিপোর্ট দিয়েছেন। এই কম্পন সান্তা বারবারা থেকে মিশন ভিয়েজো পর্যন্ত বিস্তৃত ছিল।
ভূমিকম্পটির গভীরতা ছিল ৯ মাইল এবং প্রাথমিকভাবে এর মাত্রা ৪.০ হিসেবে নির্ধারণ করা হলেও পরে তা ৩.৯-এ নামিয়ে আনা হয়।
উল্লেখ্য, গত সপ্তাহেও মালিবু এলাকায় ভূমিকম্প হয়। ১০ মার্চ সেখানে ৩.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে এবং তার আগের দিন, ৯ মার্চ, ওয়েস্টলেক ভিলেজে ৪.১ মাত্রার ভূমিকম্প হয়েছিল।
এলএবাংলাটাইমস/ওএম