লস এঞ্জেলেস

সারা বিশ্ব থেকে জন্মদিনের কার্ড পেয়ে খুশি লং বিচের নাথান বোনস্টিল

লং বিচের এক প্রিয় সদস্য নাথান বোনস্টিল সারা বিশ্ব থেকে অপরিচিতদের পাঠানো জন্মদিনের কার্ড পেয়ে আনন্দ উদযাপন করছেন। তার মা সিন্ডি বোনস্টিল চার বছর আগে নেক্সটডোর অ্যাপে একটি পোস্ট করেছিলেন, যা পরে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। নাথান, যিনি ডাউন সিনড্রোমে আক্রান্ত এবং ডিজনি ও ডজার্সের বিশাল ভক্ত, আসন্ন ২২শে মার্চ ২৪ বছরে পদার্পণ করবেন। তার ইচ্ছা, সারা বিশ্বের মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করা। কোভিড-১৯ লকডাউনের সময়, নাথানের মা ভাবেন, যদি মানুষ তাকে চিঠি ও কার্ড পাঠায়, তবে তা তাকে আনন্দ দেবে। তিনি নেক্সটডোর অ্যাপে অনুরোধ জানান, আর এরপরই এটি ভাইরাল হয়ে যায়। “সে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে কার্ড পেয়েছে,” কেটিএলএ-এর সাংবাদিক কার্লোস সৌসেডোকে জানান সিন্ডি। “আমরা মানচিত্র খুলে তাকে দেখাই কোথা থেকে কার্ডগুলো এসেছে – এটি তার জন্য দারুণ এক অভিজ্ঞতা।” নাথান সবচেয়ে বেশি জন্মদিনের কার্ড পেয়েছিলেন দুই বছর আগে, যখন ৩,০০০-এর বেশি মানুষ তাকে শুভেচ্ছা পাঠান। “সেই সময়টা কোভিড চলছিল, এবং সে স্কুলে যেতে পারছিল না। এখন সে স্কুল শেষ করেছে এবং কোনো ডে প্রোগ্রামে নেই, শুধু বাড়িতে আমার সঙ্গে থাকে,” বলেন সিন্ডি। “তখন ভাবলাম, ‘এই ছেলেটার জীবনে একটু আনন্দ নিয়ে আসি,’ এবং পরে বুঝতে পারলাম, এটি শুধু নাথানের জন্য নয়, বরং অন্যদের জন্যও আনন্দ বয়ে আনছে।” সিন্ডি জানান, এবার এখন পর্যন্ত ৭৮টি কার্ড এসেছে, যা আগের তুলনায় অনেক কম। তবে, নাথানের জন্মদিনের আর এক সপ্তাহ বাকি থাকায় তার পরিবার ও সম্প্রদায় আশাবাদী, আরও অনেক শুভেচ্ছা বার্তা তার কাছে পৌঁছাবে। এলএবাংলাটাইমস/এজেড