লস এঞ্জেলেস

ফুলারটনে বাবাকে ছুরি দিয়ে হুমকি দেওয়ার অভিযোগে পুলিশের গুলিতে নিহত ১৯ বছর বয়সী যুবক

ফুলারটনে এক ১৯ বছর বয়সী যুবক পুলিশের গুলিতে নিহত হয়েছে। অভিযোগ রয়েছে যে তিনি তার বাবাকে ছুরি দিয়ে হুমকি দিয়েছিলেন। ঘটনাটি ঘটে রাত ১২টার কিছুক্ষণ আগে, ৭০০ ব্লক ওয়েস্ট অরেঞ্জথর্প অ্যাভিনিউতে। পুলিশ জানায়, নিহত যুবকের ভাই ৯১১ নম্বরে কল করে জানায় যে তার ভাই ছুরি দিয়ে বাবার দিকে আক্রমণ করেছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির বাইরে ফুটপাতে ওই যুবককে দেখতে পায়। তারা জানান, পুলিশ বারবার নির্দেশ দিলেও তিনি তা মানতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে তিনি হঠাৎ নিজের শার্ট তুলেন এবং কোমর থেকে একটি বন্দুকের মতো কিছু বের করেন, বলে পুলিশের দাবি। এরপরই পুলিশ গুলি চালায়। ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে স্মিথ অ্যান্ড ওয়েসনের মতো দেখতে একটি পেলেট গান পাওয়া গেছে। এই ঘটনায় আর কেউ আহত হয়নি। অফিসারদের কার্যক্রমের স্বাধীন তদন্ত চালাচ্ছে অরেঞ্জ কাউন্টি জেলা অ্যাটর্নির অফিস। পাশাপাশি, ফুলারটন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ নিহত যুবকের সম্ভাব্য অপরাধমূলক কার্যকলাপ খতিয়ে দেখছে। ক্যালিফোর্নিয়ার আইনের ভিত্তিতে পুলিশ ৪৫ দিনের মধ্যে এই ঘটনার ভিডিও, রেকর্ডিং এবং ছবি প্রকাশ করবে বলে জানিয়েছে। এছাড়া, তদন্তকারীরা মনে করছেন আরও প্রত্যক্ষদর্শী থাকতে পারেন। কেউ কোনো তথ্য জানলে ফুলারটন পুলিশের ডিটেকটিভ এন. ভালদেসের (৭১৪-৭৩৮-৬৭৫৪) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া, অরেঞ্জ কাউন্টি ক্রাইম স্টপার্সের ১ (৮৫৫) টিপ-ওসিসিএস নম্বরে কল করে বা তাদের ওয়েবসাইটে গিয়ে গোপন তথ্য জমা দেওয়া যেতে পারে।   এলএবাংলাটাইমস/ওএম