লস এঞ্জেলেস

এলএ ম্যারাথনের কারণে রবিবার ভোরে সড়ক বন্ধ থাকবে

লস এঞ্জেলেস ম্যারাথনের ৪০তম আসর উপলক্ষে রবিবার ভোর থেকেই শহরের বিভিন্ন সড়ক বন্ধ রাখা হবে। রেসের রুটজুড়ে রাস্তা বন্ধ হবে রাত ৩টা থেকে এবং পুনরায় চালু হবে সন্ধ্যা ৬টার মধ্যে। এই ম্যারাথন ডজার স্টেডিয়াম থেকে শুরু হয়ে ব্রেন্টউড পর্যন্ত বিস্তৃত, যা চায়নাটাউন, ডাউনটাউন লস এঞ্জেলেস, একো পার্ক, সিলভারলেক ও হলিউডের মধ্য দিয়ে যাবে। বিশেষ করে হলিউড ও সানসেট বুলেভার্ডের দীর্ঘ অংশ বন্ধ থাকবে। রবিবার সকাল ৬টার মধ্যে সব সড়ক বন্ধ হয়ে যাবে এবং সকাল ৭টায় রেস শুরু হবে। আয়োজকরা জানিয়েছেন, ধাপে ধাপে রাস্তা বন্ধ করা হবে এবং ধাপে ধাপে আবার খোলা হবে। চালকদের সতর্ক করে আয়োজকরা জানিয়েছেন, যেসব স্থানে ‘নো পার্কিং - টো অ্যাওয়ে জোন’ চিহ্নিত থাকবে, সেখানে গাড়ি পার্ক করা যাবে না। নিয়ম ভঙ্গ করলে গাড়ি টেনে নিয়ে যাওয়া হবে এবং মালিককে খরচ বহন করতে হবে। এদিকে, শনিবার ডজার স্টেডিয়ামের আশপাশে হাজারো মানুষ ৫ কিলোমিটার রেসে অংশ নেন। শনিবারের ওয়ার্ম-আপ রেসে বিভিন্ন বয়সী মানুষ অংশগ্রহণ করেন, যেখানে শিশুদের জন্যও বিশেষ রেসের আয়োজন ছিল। রবিবার মূল ম্যারাথন সকাল ৬:৪০ মিনিটে প্রো-উইমেন ক্যাটাগরির জন্য শুরু হবে এবং সকাল ৭টায় বাকি অংশগ্রহণকারীদের জন্য রেস শুরু হবে। এলএ ম্যারাথনের সমাপ্তি হবে সান্তা মনিকা বুলেভার্ড এবং অ্যাভিনিউ অব দ্য স্টারস, সেঞ্চুরি সিটিতে।

এলএবাংলাটাইমস/ওএম