লস এঞ্জেলেস

আমেরিকান এয়ারলাইন্সের বিমানে অগ্নিকাণ্ড, ডেনভার এয়ারপোর্টে আহত ১২

আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমান বৃহস্পতিবার ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর আগুন ধরে যায়, যার ফলে যাত্রীদের দ্রুত বের করে আনতে স্লাইড মোতায়েন করা হয়। ঘটনায় ১২ জন সামান্য আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক্স (পূর্বের টুইটার) প্ল্যাটফর্মে এক পোস্টে জানিয়েছে, আহতদের অবস্থা গুরুতর নয়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) জানিয়েছে, ফ্লাইট ১০০৬ বৃহস্পতিবার বিকেল ৫:১৫ টায় নিরাপদে অবতরণ করে। এটি কলোরাডো স্প্রিংস বিমানবন্দর থেকে ডালাস ফোর্ট ওর্থের উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু মাঝপথে ইঞ্জিনে কম্পনের কারণে এটি ডেনভার এয়ারপোর্টে অবতরণ করতে বাধ্য হয়। অবতরণের পর গেটের দিকে যেতে যেতেই বোয়িং ৭৩৭-৮০০ বিমানের একটি ইঞ্জিনে আগুন ধরে যায় বলে জানায় FAA। নিউজমাধ্যমগুলোতে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, যাত্রীরা বিমানের ডানার ওপরে দাঁড়িয়ে আছেন, আর চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়েছে। FAA আরও জানায়, যাত্রীরা স্লাইড ব্যবহার করে বিমানের ভেতর থেকে বের হন। আমেরিকান এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, গেটের দিকে যাওয়ার পর ইঞ্জিন সংক্রান্ত সমস্যার কারণে আগুন লাগে। তবে ঠিক কখন আগুন লেগেছে, তা স্পষ্ট করা হয়নি। বিমানে ১৭২ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য ছিলেন। তাদের সবাইকে নিরাপদে টার্মিনালে নিয়ে যাওয়া হয়। আমেরিকান এয়ারলাইন্স তাদের বিবৃতিতে বলেছে, “আমাদের ক্রু সদস্য, ডেনভার বিমানবন্দর কর্তৃপক্ষ এবং দমকল কর্মীদের দ্রুত ও কার্যকর পদক্ষেপের জন্য ধন্যবাদ। তাদের তৎপরতার কারণে বিমানে থাকা এবং মাটিতে থাকা সবাই নিরাপদ রয়েছেন।” বিমানবন্দরের এক মুখপাত্র জানিয়েছেন, আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে। FAA জানায়, তারা এই ঘটনার তদন্ত করবে। সম্প্রতি বিমান দুর্ঘটনা ও প্রায় দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে, যদিও বিমান ভ্রমণ এখনো নিরাপদ পরিবহনের অন্যতম মাধ্যম। সাম্প্রতিক সময়ের অন্যান্য দুর্ঘটনার মধ্যে রয়েছে, টরন্টোতে অবতরণের সময় একটি বিমানের উল্টে যাওয়া এবং জাপান এয়ারলাইন্সের একটি বিমান সিয়াটল এয়ারপোর্টে পার্ক করা ডেল্টা বিমানে ধাক্কা দেওয়া।  এলএবাংলাটাইমস/ওএম