অরেঞ্জ কাউন্টির এক ব্যক্তি পরিচয় চুরি ও ক্রেডিট কার্ড জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।
তাস্টিন পুলিশ ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, অভিযুক্তের নাম ড্যানিয়েল কর্ডোভা, যিনি আনাহাইমের বাসিন্দা।
তদন্তকারীরা জানিয়েছেন, ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ২ জানুয়ারি, কর্ডোভা ও তার এক অজ্ঞাত নারী সহযোগী চুরি করা ক্রেডিট কার্ড ব্যবহার করে তাস্টিনের একটি কস্টকো স্টোর থেকে বিপুল পরিমাণ পণ্য কিনেছিলেন। স্টোরের নজরদারি ক্যামেরায় দেখা যায়, তারা স্বাভাবিকভাবে ঘুরে বেড়াচ্ছিলেন এবং বিভিন্ন পণ্য কেনার জন্য শপিং কার্ট ভর্তি করছিলেন।
তবে, ১০ মার্চ কর্ডোভাকে আবারও কস্টকোর ভেতরে দেখা যায়। এক প্রত্যক্ষদর্শী তাকে চিনতে পেরে পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যখন কর্ডোভাকে স্টোর থেকে বের হওয়ার সময় আটক করে, তখন তার কাছে ১৪টি চুরি করা ক্রেডিট কার্ড পাওয়া যায়। তাকে পরিচয় চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়।
তাস্টিন পুলিশ এক বিবৃতিতে জানায়, "আজ ১৪ জন নতুন ভুক্তভোগী ব্যাংকের ঝামেলা থেকে রক্ষা পেলেন!"
পুলিশ এখনও কর্ডোভার নারী সহযোগীর বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম