লস এঞ্জেলেস কাউন্টিতে প্রবল বৃষ্টিপাতের কারণে সমুদ্রের পানিতে বিপজ্জনক মাত্রায় ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছে। এই পরিস্থিতিতে কাউন্টির স্বাস্থ্য বিভাগ জনগণকে সৈকত এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেল ৪টা পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে।
লস এঞ্জেলেস কাউন্টির স্বাস্থ্য বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারী বৃষ্টির ফলে শহরের রাস্তা, পাহাড় ও বিভিন্ন এলাকার বর্জ্য, রাসায়নিক, আবর্জনা ও অতিরিক্ত ব্যাকটেরিয়া সমুদ্রের পানিতে প্রবাহিত হতে পারে। বিশেষত, যেখানে বৃষ্টির পানি নদী, খাল ও জলনিষ্কাশন নালার মাধ্যমে সমুদ্রে মিশে যায়, সেখানে দূষণের মাত্রা আরও বেশি হতে পারে।
শুধু সমুদ্রের পানিই নয়, সৈকতে জমে থাকা বৃষ্টির পানিও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বলে সতর্ক করেছে স্বাস্থ্য বিভাগ।
বিশেষজ্ঞরা বলছেন, এই সময়ে সমুদ্রে গোসল করলে বা পানির সংস্পর্শে এলে মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যক্তিদের ক্ষেত্রে ঝুঁকি বেশি।
বৃষ্টিপাত শেষ হওয়ার পরেও পরবর্তী ৭২ ঘণ্টা সতর্কতা বহাল থাকবে। এরপর লাস ফ্লোরেস স্টেট বিচ থেকে সান্তা মনিকা স্টেট বিচ পর্যন্ত নির্দিষ্ট কিছু এলাকার জন্য অতিরিক্ত সতর্কতা জারি থাকবে।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সৈকতে ঘোরাঘুরি করা গেলেও দাহ্য আবর্জনা ও দূষিত পানির সংস্পর্শ এড়িয়ে চলতে হবে।
পরিস্থিতি বিবেচনায় এই সতর্কতা আরও বাড়ানো হতে পারে।
ক্যালিফোর্নিয়া রাজ্যের নির্ধারিত মান অনুযায়ী সমুদ্রের পানির ব্যাকটেরিয়ার মাত্রা নিরাপদ পর্যায়ে এলে সতর্কতা তুলে নেওয়া হবে।
সর্বশেষ আপডেট ও সৈকত সংক্রান্ত নির্দেশনা জানতে লস এঞ্জেলেস কাউন্টি স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইট ভিজিট করুন অথবা ১-৮০০-৫২৫-৫৬৬২ নম্বরে কল করুন।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম