লস এঞ্জেলেস

চেইন ছিনতাইয়ের চেষ্টায় গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু

দক্ষিণ লস এঞ্জেলেসে চেইন ছিনতাইয়ের চেষ্টার সময় গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি মারা গেছেন। শনিবার (৮ মার্চ) ভোররাতে চারজন ব্যক্তি তাকে ছিনতাইয়ের উদ্দেশ্যে আক্রমণ করলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। লস এঞ্জেলেস পুলিশ বিভাগের (LAPD) মুখপাত্র জানান, ঘটনাটি রাত ৩:১৫ মিনিটের দিকে হার্ভার্ড পার্ক এলাকায় ফ্লোরেন্স ও ওয়েস্টার্ন অ্যাভিনিউর সংযোগস্থলে ঘটে। “চারজন কৃষ্ণাঙ্গ পুরুষ হেঁটে এসে ভিকটিমকে ঘিরে ধরে তার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে,” বলেন LAPD মুখপাত্র। “ভিকটিম বাধা দিলে এক সন্দেহভাজন বন্দুক বের করে তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে।” গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত চারজন পালিয়ে গেছে এবং তাদের সঠিক বর্ণনা এখনো পাওয়া যায়নি। তবে এটি কোনো গ্যাং সংশ্লিষ্ট ঘটনা নয় বলে নিশ্চিত করেছে LAPD। এদিকে, ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে ফ্লোরেন্স ও ওয়েস্টার্ন অ্যাভিনিউর সংযোগস্থলে অবস্থিত বার্গার প্যালেস রেস্তোরাঁর বাইরে পুলিশের উপস্থিতি দেখা গেছে। তবে গুলির ঘটনাটি সেখানেই ঘটেছে কিনা, তা নিশ্চিত করা যায়নি।  এলএবাংলাটাইমস/ওএম