লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে আর্মেনিয়ানদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধের অভিযোগ, তদন্তে নেমেছে কর্তৃপক্ষ

লস এঞ্জেলেসের কর্মকর্তারা অভিযোগ তদন্ত করছেন যে, আর্মেনিয়ান ঐতিহ্যের ভিত্তিতে কিছু ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ বা সীমিত করা হয়েছে। লস এঞ্জেলেস সিভিল রাইটস + হিউম্যান রাইটস অ্যান্ড ইকুইটি ডিপার্টমেন্ট ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো ভুক্তভোগীদের অভিযোগ দায়ের করতে উৎসাহিত করছে, বিশেষত যাদের শেষ নাম "-য়ান" বা "-ইয়ান" দিয়ে শেষ হয়। বিভাগটি জানিয়েছে, তারা এমন রিপোর্ট পেয়েছে যেখানে দেখা গেছে, ব্যাংকগুলো কোনও বৈধ কারণ ছাড়াই নির্দিষ্ট ব্যক্তিদের অ্যাকাউন্ট বন্ধ বা সীমিত করছে, যা মূলত আর্মেনিয়ান ঐতিহ্যের ব্যক্তিদের লক্ষ্য করে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একটি বেসরকারি আইন সংস্থা ও আর্মেনিয়ান বার অ্যাসোসিয়েশন এই বিষয়ে লস এঞ্জেলেসের আর্মেনিয়ান সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ করছে। যদি এই অভিযোগ সত্য প্রমাণিত হয়, তবে এটি স্থানীয় নাগরিক অধিকার সংক্রান্ত আইনের লঙ্ঘন বলে বিবেচিত হবে, যেখানে জাতিগত পরিচয়ের ভিত্তিতে বৈষম্যের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। লস এঞ্জেলেস সিভিল রাইটস বিভাগের নির্বাহী পরিচালক ক্যাপ্রি ম্যাডক্স বলেছেন, "আমরা আর্মেনিয়ান সম্প্রদায়ের বিরুদ্ধে সম্ভাব্য এই বৈষম্যের পরিসর সম্পূর্ণরূপে বুঝতে চাই। আপনার অভিজ্ঞতা আমাদের লস এঞ্জেলেসে আর্থিক সেবার সমান অধিকার নিশ্চিত করতে সহায়তা করবে।" যারা মনে করেন যে, তারা এই ধরনের বৈষম্যের শিকার হয়েছেন বা তদন্তের জন্য প্রাসঙ্গিক তথ্য দিতে পারেন, তারা LA Civil Rights Department-এর সঙ্গে যোগাযোগ করতে পারেন। অভিযোগ দায়ের করা যাবে LAisForEveryone.com ওয়েবসাইটে গিয়ে অথবা (213) 978-1845 নম্বরে কল করে। এ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, গত তিন বছরের মধ্যে যদি কোনও ব্যক্তি তাদের আর্মেনিয়ান ঐতিহ্যের কারণে ব্যাংকিং বৈষম্যের শিকার হয়ে থাকেন, তাহলে তারা বিনামূল্যে অভিযোগ দায়ের করতে পারবেন। একই বিষয়ে কোনও মামলা চলমান থাকলেও অভিযোগ দায়েরের ক্ষেত্রে তা কোনো বাধা হবে না। এলএবাংলাটাইমস/ওএম