লস এঞ্জেলেস

গ্র্যান্ড টেরেসে বাড়িতে ঢুকে পড়া দুই ব্যক্তিকে গুলি, একজনের মৃত্যু

গ্র্যান্ড টেরেসে এক ব্যক্তি মঙ্গলবার রাতে তার বাড়িতে ঢুকে পড়া দুই সন্দেহভাজনকে গুলি করেছেন, যার মধ্যে একজন হাসপাতালে মারা গেছেন। সান বার্নার্ডিনো কাউন্টি শেরিফ বিভাগ জানিয়েছে, রাত ৯টা ১৫ মিনিটের কিছু পরে ২৩ হাজার ব্লক গ্র্যান্ড টেরেস রোডে এক বাড়িতে চুরির ঘটনা ঘটে। বাড়ির মালিক পুলিশকে জানান, একাধিক ব্যক্তি তার বাড়িতে জোরপূর্বক প্রবেশ করলে তিনি আত্মরক্ষার্থে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন। গুলিবিদ্ধ দুইজন সাদা রঙের একটি গাড়িতে করে পালিয়ে যায়। ঘটনার ১০-১৫ মিনিট পর লোমা লিন্ডার রেডল্যান্ডস বুলেভার্ডের একটি ৭৬ গ্যাস স্টেশনে একজন গুলিবিদ্ধ ব্যক্তি এবং এক কিশোরের সন্ধান পায় পুলিশ। গুলিবিদ্ধ ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ১৫ বছর বয়সী ওই কিশোরকে ঘটনাস্থলেই আটক করা হয় এবং পরে জানা যায়, মৃত ব্যক্তি ও কিশোর উভয়েই চুরির ঘটনায় জড়িত ছিল। এরপর রাত ১০টা ৫ মিনিটের দিকে সান বার্নার্ডিনো পুলিশের কাছে একটি হাসপাতালে আরও এক গুলিবিদ্ধ ব্যক্তির তথ্য আসে। ওই ব্যক্তির নাম মার্কেজ জ্যাকসন। অস্ত্রোপচারের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং হাসপাতাল থেকে ছাড়া পেলেই তাকে ডাকাতি ও হত্যার অভিযোগে কারাগারে নেওয়া হবে। কিশোরকেও ডাকাতি ও হত্যার অভিযোগে জুভেনাইল হলে পাঠানো হয়েছে। তবে চুরির ঘটনায় জড়িত চতুর্থ ব্যক্তি এখনো পলাতক রয়েছে। যদি কেউ এ বিষয়ে কোনো তথ্য জানেন, তাহলে ৯০৯-৮৯০-৪৯০৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। গোপনীয়ভাবে তথ্য দিতে চাইলে ৮০০-৭৮-ক্রাইম (৮০০-৭৮২-৭৪৬৩) নম্বরে কল করা যাবে অথবা wetip.com ওয়েবসাইটে তথ্য জমা দেওয়া যাবে।  এলএবাংলাটাইমস/ওএম