ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম ঘোষণা দিয়েছেন যে, আগামী ১ জুলাই থেকে সমস্ত সরকারি কর্মচারীদের প্রতি সপ্তাহে চার দিন অফিসে ফিরে আসতে হবে।
সোমবার দেওয়া এক বিবৃতিতে গভর্নর নিউজম বলেন, "এই সিদ্ধান্ত রাজ্যের জরুরি পরিস্থিতি ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে এবং কর্মসংস্থানের চাহিদা পূরণে সহায়তা করবে।"
নতুন এই নিয়ম সব সরকারি কর্মচারীদের জন্য বাধ্যতামূলক হলেও নির্দিষ্ট কিছু ক্ষেত্রে টেলিওয়ার্কের (দূর থেকে কাজ করার) সুবিধা বহাল থাকবে।
এছাড়া, গভর্নর ক্যালিফোর্নিয়া হিউম্যান রিসোর্সস ডিপার্টমেন্টকে (CalHR) নির্দেশ দিয়েছেন, যাতে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে সাবেক ফেডারেল কর্মীদের জন্য রাজ্যের শূন্যপদ পূরণ করা সহজ হয়।
নিউজম বলেন, "সরকারি কর্মচারীরা আমাদের প্রশাসনের মূল চালিকাশক্তি। ক্যালিফোর্নিয়ায় আমরা এমন সব জনসেবক পেয়েছি, যারা গুরুত্বপূর্ণ পরিষেবা ও সরকারি অবকাঠামো সচল রাখতে তাদের সময় ও দক্ষতা উৎসর্গ করেন। সরাসরি অফিসে কাজ করলে পারস্পরিক সহযোগিতা বাড়ে, নতুন উদ্ভাবন সামনে আসে এবং জবাবদিহিতা নিশ্চিত হয়। ফলে ক্যালিফোর্নিয়ার জনগণের জন্য উন্নত পরিষেবা, কার্যকর সমাধান এবং ভালো ফলাফল নিশ্চিত করা সম্ভব হয়, যদিও কিছু ক্ষেত্রে নমনীয়তা বজায় থাকবে।"
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম