লস এঞ্জেলেস

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় স্ত্রীকে মারধর, সন্তানদের হত্যার হুমকি, অভিযুক্ত গ্রেপ্তার

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো কাউন্টিতে এক ব্যক্তি স্ত্রীকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সান বার্নার্ডিনো শেরিফ বিভাগ (এসবিএসডি) এ তথ্য জানিয়েছে। এসবিএসডি জানায়, ১৩ ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত ৭:৪৯ মিনিটে অ্যাডেলান্টো এলাকার একটি বাড়িতে পারিবারিক সহিংসতার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগকারী ফোন করে জানিয়েছিলেন যে একজন সশস্ত্র ব্যক্তি তার স্ত্রীকে মারধর করছিল। পুলিশ অ্যাডেলান্টোর ১১১০০ ব্লক রোজডেল ড্রাইভের ওই বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নেয় এবং সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন ৪০ বছর বয়সী ডেল অ্যালেন রুস। শেরিফ বিভাগ জানায়, রুস একজন দোষী সাব্যস্ত অপরাধী। পুলিশ তদন্ত করে জানতে পারে যে তিনি তার স্ত্রীকে মারধর করেছেন। আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার বর্তমান অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। এসবিএসডি এক বিবৃতিতে জানিয়েছে, "রুস তার স্ত্রী এবং ১৫ বছরের নিচে থাকা তার ছোট সন্তানদের AK-47 বন্দুক দিয়ে হত্যার হুমকি দিয়েছেন।" পুলিশ বাড়িতে তল্লাশি চালিয়ে একটি AK-47 অ্যাসল্ট রাইফেল এবং বেশ কয়েকটি অন্যান্য আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। রুসকে গ্রেপ্তার করে হাই ডেজার্ট ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র দ্বারা হামলা, গৃহ নির্যাতন, গোলাবারুদসহ দোষী সাব্যস্ত অপরাধী হিসেবে অস্ত্র রাখা, অবৈধ অ্যাসল্ট অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি, বড় ক্ষমতাসম্পন্ন ম্যাগাজিন তৈরি করার অভিযোগও রয়েছে। এসবিএসডি জানিয়েছে, রুস বর্তমানে ১,৫০,০০০ ডলার জামিনে আটক রয়েছেন। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। কেউ যদি এ বিষয়ে কোনো তথ্য জানেন, তাহলে ভিক্টর ভ্যালি শেরিফ স্টেশনে ৭৬০-৫৫২-৬৮০০ নম্বরে যোগাযোগ করতে পারেন। এছাড়া, তথ্যদাতারা পরিচয় গোপন রেখে উই-টিপের হটলাইন ৮০০-৭৮সিআরআইএম বা www.wetip.com ওয়েবসাইটে গিয়ে তথ্য প্রদান করতে পারেন। এলএবাংলাটাইমস/ওএম