লস এঞ্জেলেস

সান্তা মনিকা সৈকতে নির্মমভাবে প্রহৃত গৃহহীন নারী মৃত অবস্থায় উদ্ধার

সান্তা মনিকা বিচে এক নারীর মরদেহ পাওয়ার পর পুলিশ ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় সময় সকাল ৭:০৫ মিনিটের দিকে সৈকতের ১৫০০ ব্লকে পানির ধারে একটি স্লিপিং ব্যাগের ভেতর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে লাইফগার্ডরা। সান্তা মনিকা পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, অজ্ঞাতপরিচয় ওই নারী ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। তার মুখে গুরুতর আঘাতের চিহ্ন থাকায় পুলিশ ধারণা করছে, এটি একটি হত্যাকাণ্ড। পুলিশের অনুমান, নিহত নারী প্রায় ৩০ বছর বয়সী এবং গৃহহীন ছিলেন। সান্তা মনিকা পুলিশ বিভাগ এই ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করছে এবং যে কেউ এ বিষয়ে কোনো তথ্য জানতে পারলে ৩১০-৪৫৮-৮৪২৭ নম্বরে পুলিশের ওয়াচ কমান্ডারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়াও, ১-৮০০-২২২-৮৪৭৭ নম্বরে কল করে অথবা অনলাইনে গোপন তথ্য প্রদান করা যাবে।

এলএবাংলাটাইমস/ওএম