লস এঞ্জেলেস

ওয়েস্ট লস এঞ্জেলেসে ফ্রিওয়ে দুর্ঘটনায় নারী ও কুকুর নিহত

ওয়েস্ট লস এঞ্জেলেসের ৪০৫ ফ্রিওয়েতে শুক্রবার সন্ধ্যায় দুটি গাড়ির সংঘর্ষে ৭২ বছর বয়সী এক নারী ও একটি কুকুর নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে কর্মকর্তারা। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট (LAFD) জানিয়েছে, দুর্ঘটনার ফলে কমপক্ষে তিনটি লেন বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও, দুর্ঘটনায় আরেকটি কুকুর জড়িত ছিল, যা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কুকুরটি উত্তরমুখী ৪০৫ ফ্রিওয়ের লেন বরাবর নিখোঁজ ছিল। ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল (CHP) প্রথমে সন্ধ্যা ৬:৪২ মিনিটে উত্তরমুখী ৪০৫ ফ্রিওয়ের উইলশায়ার বুলেভার্ড সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনার খবর জানায়। LAFD ক্রুরা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান যে তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন গাড়ির ভিতরে আটকে পড়েছিলেন এবং তাকে উদ্ধার করতে বিশেষ ব্যবস্থা নিতে হয়। সন্ধ্যা ৭:১৩ মিনিটের একটি আপডেটে, LAFD আহতদের পরিচয় প্রকাশ করে। আহতরা হলেন ৮০ বছর বয়সী এক নারী, ৬৬ বছর বয়সী এক পুরুষ ও ৬০ বছর বয়সী এক নারী। ৮০ বছর বয়সী নারী ও ৬৬ বছর বয়সী পুরুষের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে, এবং ৬০ বছর বয়সী নারীর অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল। LAFD নিহত ব্যক্তিকে ৭২ বছর বয়সী নারী বলে শনাক্ত করলেও নিহত কুকুরটির বয়স, লিঙ্গ বা জাত সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। সন্ধ্যা ৮:৪০ মিনিটের দিকে, ক্যালট্রান্স একটি এক্স পোস্টে জানায় যে দুর্ঘটনার কারণে উত্তরমুখী ৫ ও ৬ নম্বর লেন প্রায় তিন ঘণ্টার জন্য বন্ধ থাকবে, এবং চালকদের সতর্কভাবে চলাচলের অনুরোধ জানানো হয়। রাত ১০:২৪ মিনিটে ক্যালট্রান্স জানায় যে সব লেন পুনরায় খুলে দেওয়া হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম