সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় সোমবার (২০ মার্চ) আরেকটি ঝড় আঘাত হানতে যাচ্ছে। এর প্রভাবে বুধবার নাগাদ বৃষ্টিপাত ও পাহাড়ি অঞ্চলে তুষারপাত হবে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস)।
রবিবার সন্ধ্যা থেকেই স্ট্রম সিস্টেমের প্রভাবে ধারাবাহিক বৃষ্টি শুরু হয়ে বৃষ্টিপাত চলবে সপ্তাহের শুরু পর্যন্ত।
সোমবার থেকে ভারি ঝড়ের প্রভাবে উপকূল ও উপত্যকা অঞ্চলে ১ থেকে ৩ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত ঝরেছে। এছাড়া মঙ্গলবার থেকে বৃষ্টিপাত শুরু হওয়ার আগে পাহাড় ও পাহাড়ের পাদদেশে ২ থেকে ৫ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত ঝরবে।
৩ হাজার ফিট উচ্চতার ক্ষেত্রেই তুষারপাত হবে এবং ৭ হাজার ফুট উচ্চতার ক্ষেত্রে ২ থেকে ৫ ফিট পর্যন্ত তুষারপাত হতে পারে।
এনডব্লিউএস জানিয়েছে, ৬ হাজার ফিট উচ্চতার ক্ষেত্রে হিমবাহ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
সোমবার মেঘাচ্ছন্ন এবং শীতল থাকবে। স্ট্রম সিস্টেমের ফলে ভারি বৃষ্টিপাত হবে। সোমবার রাতের দিকে ভারি বাতাস এবং পাহাড়ি তুষারপাত শুরু হবে।
এছাড়া অপেক্ষাকৃত উঁচু অঞ্চলগুলোতে ভারি বাতাস বয়ে যাবে। রোববার সকালে সান্তা বারবারা এবং স্যান লুইজ অবিসপো কাউন্টিতে ঘণ্টাপ্রতি ৫০ মাইল বেগে বাতাস রেকর্ড করা হয়েছে।
এই ঝড়ো বাতাস ভেনচুরা কাউন্টি এবং লস এঞ্জেলেস কাউন্টির অপেক্ষাকৃত উঁচু অঞ্চলে বয়ে যাবে ঝড়ের সাথেসাথে।
রবিবার দিন শনিবারের থেকে অপেক্ষাকৃত শীতল থাকবে। সপ্তাহের শেষে তাপমাত্রা ৫০ ডিগ্রি থেকে ৬০ ডিগ্রি পর্যন্ত উঠানামা করবে।
এলএবাংলাটাইমস/ওএম