নিউহলে শনিবার (১৮ মার্চ) বন্দুক হামলায় দুইজনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এটি খুনের ঘটনা। সন্দেহভাজন খুনিকে খুঁজছে পুলিশ।
লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট জানিয়েছে, সকাল ১১টায় সিলভেরাদো স্ট্রিটের ২৩৭০০ ব্লকের কাছে গোলাগুলির খবর শুনে পুলিশ উপস্থিত হয়। সেখানে মৃত অবস্থায় দুইজনকে উদ্ধার করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
তবে ঠিক কী কারণে এই বন্দুক হামলাটি হয়েছে সেটি নিশ্চিত নয়। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে একটি অ্যাপার্টমেন্ট ভবন এর পুলের সামনে উদ্ধারকারীরা অবস্থান নিয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দুক হামলাকারী একটি সাদা মুসটাং গাড়িতে করে পালিয়ে গেছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
কারো কাছে এই সম্পর্কে কোনো তথ্য থাকলে (323) 890-5500 নাম্বারে কল দিতে অনুরোধ জানানো হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম