সাউথ লস এঞ্জেলেসে বার্গার কিং এর বাইরে বন্দুক হামলায় একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) এই বন্দুক হামলাটি হয়।
লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, মৃত ব্যক্তির বয়স ৪৮ বছর। তবে তার নাম-ঠিকানা প্রকাশ করেনি পুলিশ।
লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, দুপুর ৩টা ২০ মিনিটের দিকে ভেরনন অ্যান্ড ফিগুএরোয়া স্ট্রিটের বার্গার কিং এর বাইরের পার্কিং লট থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে।
উদ্ধারকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, দুই টিনএইজকে ফিগুএরোয়া থেকে ওয়েস্টবাউন্ডের দিকে পালাতে দেখা গেছে। একদের মধ্যে একজন কৃষ্ণাঙ্গ (১৮) এবং অন্যজন হিস্প্যানিক (১৯)। হত্যার ঘটনায় তাদের সন্দেহভাজন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
পুলিশ জানায়, ওই ব্যক্তি ঘটনাস্থলে এসইউভি নিয়ে বার্গার কিং এর সামনে দাঁড়ায় এবং হেঁটে উল্টোদিকে দাঁড়ায়। সেখানে এই দুইজনের সাথে বিবাদ হলে তারা গুলি ছোঁড়ে।
কারো কাছে এই সম্পর্কে কোনো তথ্য থাকলে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের সাউথ বুরো হোমিসাইড ডিভিশনের 323-786-5100 নাম্বারে কল দিতে অনুরোধ জানানো হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম