সাম্প্রতিক সময়ের টানা বৃষ্টিপাতে অনেকাংশে কেটে গেছে ক্যালিফোর্নিয়ার খরা শঙ্কা। বৃহস্পতিবার (১৬ মার্চ) ইউএস ড্রাউট মনিটর জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার মাত্র ৩৬ দশমিক ৪৪ শতাংশ খরা শঙ্কায় রয়েছে।
মার্চের ১৪ তারিখ পর্যন্ত সংগৃহীত তথ্যে দেখা গেছে, একাধিক অ্যাটমোস্ফেরিক ঝড়ে আগের সপ্তাহের থেকে চলতি সপ্তাহে খরা শঙ্কার অনেক উন্নতি হয়েছে। আগের সপ্তাহে খরাপ্রবণ অঞ্চলের হার ছিল ৪৩ দশমিক ০৬ শতাংশ। এই সপ্তাহে এই খরাপ্রবণ অঞ্চলের পরিমাণ কমে হয়েছে ৩৬ দশমিক ৪৪ শতাংশ অঞ্চল।
ড্রাউট মনিটরের প্রকাশিত ম্যাপ অনুসারে, লস এঞ্জেলেসের কিছু অঞ্চল, স্যান বার্নার্ডিনো এবং রিভারসাইড কাউন্টি অস্বাভাবিক শুষ্ক বা মধ্যম খরাপ্রবণ অঞ্চল হিসেবে রয়েছে। তবে ওয়েস্টার্ন লস এঞ্জেলেসের খরার অবস্থা স্বাভাবিকই রয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম