টানা বৃষ্টিতে বাল্ডউইন হিলসে একাধিক ভূমিধসে মঙ্গলবার (১৪ মার্চ) রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বেশ কিছু গাড়ি আটকে আছে।
প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ভূমিধসে একাধিক অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। লা ব্রেয়া অ্যাভিনিউ এর সড়ক পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
বুধবার রাত ২টায় ডন লরেঞ্জো ড্রাইভের লা ব্রেয়ার নর্থের সড়ক ভূমিধসের কারণে বন্ধ হয়ে যায়। কাদাপানিতে আটকে যায় বেশ কিছু গাড়ি।
অন্তত দুইটি গাড়ি কাদাপানিতে আটকে আছে। এগুলো উদ্ধারে কাজ করে যাচ্ছে উদ্ধারকারী দল।
এছাড়া এল মিরাডোর ড্রাইভের ৫২০০ ব্লকে রাত ১১টা ৩০ মিনিটে ভূমিধস হয়েছে। এছাড়া কাদাপানিতে বেশকিছু সড়ক ভেসে গেছে।
এলএবাংলাটাইমস/ওএম