লস এঞ্জেলেস

অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় চলমান উইন্টার স্ট্রমের জেরে মঙ্গলবার (১৪ মার্চ) অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। অরেঞ্জ কাউন্টি বোর্ড অব সুপারভাইজরস এই তথ্য জানিয়েছে। নিউ পোর্ট বিচের ডভার শোর নেইবারহুডের একটি বাড়ি ব্যাক বেতে ধসে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং এতে পুরো ব্লক হুমকির মুখে পড়েছে। অরেঞ্জ কাউন্টি সুপারভাইজর ক্যাটরিনা ফলেয় জানিয়েছেন, 'আমাদের এখানে বাড়িঘর ধসে পড়ার হুমকিতে আছে'। সুপারভাইজর ফলেয় জানাম গ্যালাক্সি ড্রাইভের কাছে একসাথে সংলগ্ন দুইটি বাড়ি পাহাড়ের পাদদেশে ধসে পড়ার হুমকিতে আছে। এই মাসের শুরুতে গভর্নর গেভিন নিউসাম সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ৩০টি কাউন্টিতে স্টেট অব ইমার্জেন্সি জারি করেন। এর মধ্যে স্যান বার্নার্ডিনো ও লস এঞ্জেলেস কাউন্টি থাকলেও অরেঞ্জ কাউন্টি এই আওতার বাইরে ছিল। এলএবাংলাটাইমস/ওএম