সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আরেকটি অ্যাটমোস্ফেরিক রিভারের প্রভাবে মঙ্গলবার (১৪ মার্চ) থেকে বুধবার ভারি বৃষ্টিপাত ঝরবে। এছাড়া ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, বৃষ্টিপাতে বন্যার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অ্যাটমোস্ফেরিক রিভারের প্রভাবে ২৪ ঘণ্টা উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত ঝরবে। সোমবার অপেক্ষাকৃত শুষ্ক দিন গেলেও মঙ্গলবার সকাল থেকে বৃষ্টিপাত শুরু হবে এবং বেলা বাড়ার সাথেসাথে বৃষ্টিপাতের পরিমাণও বাড়বে।
মধ্যদিনে বৃষ্টিপাত সর্বোচ্চ জোরে ঝরবে এবং লস এঞ্জেলেস মেট্রো এলাকায় প্রতি ঘণ্টায় আধা ইঞ্চির মতো বৃষ্টিপাত ঝরতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, উপকূলীয় অঞ্চল এবং উপত্যকা অঞ্চলে দুই থেকে চার ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হবে। আর পাহাড়ের পাদদেশে তিন থেকে ছয় ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হবে। সাউথইস্টার্ন সান্তা বারবারা কাউন্টির পাহাড়ি অঞ্চল ও ওয়েস্টার্ন ভেনচুরা কাউন্টি অঞ্চলে সাত ইঞ্চির মতো বৃষ্টিপাত ঝরবে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, এই ঝড়ের প্রভাবে বিভিন্ন অঞ্চলের সড়ক পানিতে তলিয়ে যেতে পারে। এছাড়া ব্যাপক বন্যা হতে পারে। এছাড়া দাবানলে পুড়ে যাওয়া অঞ্চল এবং পাহাড় থেকে পানি ও কাদার ঢল নেমে আসতে পারে।
এই ঝড়ের প্রভাবে প্রতি ঘণ্টায় ২০ থেকে ৫০ মাইল বেগে বাতাস বয়ে যেতে পারে। এতে গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে যেতে পারে।
এলএবাংলাটাইমস/ওএম
লস এঞ্জেলেস
টানা ২৪ ঘণ্টা ভারি বৃষ্টিপাতে হবে বন্যা
