লস এঞ্জেলেস

স্যান দিয়েগোতে নৌকা উল্টে কমপক্ষে ৮ জনের মৃত্যু

ক্যালিফোর্নিয়া উপকূলের স্যান দিয়েগোতে যাত্রীবোঝাই দুইটি নৌকা উল্টে কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। ইমার্জেন্সি সার্ভিস সূত্র এই তথ্য জানিয়েছে। স্যান দিয়েগোর ব্ল্যাকস বিচে নৌকা উল্টে যাওয়ার পর এখনও নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, ৯১১ তে একজন ফোন দিয়ে জানায় আটজন যাত্রীবোঝাই একটি নৌকা উপকূলে পৌঁছালেও আরেকটি নৌকা ডুবে গেছে। সেখানে ১০ জন যাত্রী ছিল। তাদের সহ নৌকা উল্টে গেছে। স্যান দিয়েগো লাইফগার্ড চিফ জেমস গার্টল্যান্ড জানিয়েছেন, নৌকাগুলোতে মানবপাচার করা হচ্ছিল। এটি সাম্প্রতিক কালের অন্যতম ট্রাজেডির বিষয়। কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদের নাগরিকত্ব সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে তারা সবাই পূর্ণবয়স্ক। ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল পৌঁছে দুইটি নৌকা উল্টানো অবস্থায় উদ্ধার কার্যক্রম শুরু করে। ৪০০ মিটারের মধ্যে যাত্রীরা ছড়িয়ে-ছিটিয়ে যায়। রবিবার (১২ মার্চ) সকাল পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া হয়। ঠিক কী কারণে নৌকা উল্টেছে সেটি সঠিক জানা না গেলেও গার্টল্যান্ড জানিয়েছেন ভারি স্রোত আর বাতাসের কবলে পড়ে নৌকা ডুবে যেতে পারে। উদ্ধারকারীরা জীবিত কাউকে উদ্ধার করতে পারেনি। তবে যারা অন্য নৌকায় ছিল তাদের অনেকে উদ্ধারকারী দল এসে পৌঁছার আগেই সৈকতের দিকে পালিয়ে যায়। স্যান দিয়েগো কোস্ট গার্ডের সেক্টর কমান্ডার জেমস স্পিটলার জানান, একটি ছোট নৌকায় সক্ষমতার তুলনায় অনেক বেশি যাত্রী ছিল। ভারি স্রোতে নৌকা উল্টে যায়। এলএবাংলাটাইমস/ওএম