আজুসায় শনিবার (১১ মার্চ) মধ্যরাতে এক বন্দুক হামলায় তিনজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে দুইজন পুরুষ এবং একজন নারী বলে জানিয়েছেন আজুসা পুলিশ ডিপার্টমেন্ট। তাদের পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ।
নর্থ গ্লেনফিনান অ্যাভিনিউ এর ৬০০ ব্লকে রাত ১টা ২৮ মিনিটে এই হামলাটি ঘটে।
ঘটনাস্থলে পুলিশ এসে গুলিতে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে পেরামেডিক্স এর দল এসে তাদের স্থানীয় হাসপাতালে প্রেরণ করে। তবে তাদের কারোর মৃত্যু ঝুঁকি নেই বলে জানিয়েছে পুলিশ।
কর্তৃপক্ষ ধারণা করছে হামলার সাথে দুইজন জড়িত রয়েছে, তবে তাদের কোনো বৃত্তান্ত পুলিশের কাছে পাওয়া যায়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের সবাই গৃহহীন। হামলার সাথে গ্যাং সম্পর্কিত কোনো বিষয় জড়িত নয়।
কারো কাছে এই সম্পর্কে কোনো তথ্য থাকলে আসুজা পুলিশ ডিপার্টমেন্টের 626-812-3200 নাম্বারে কল দিতে অনুরোধ জানানো হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম