লস এঞ্জেলেস

বিখ্যাতদের কাছ থেকে পাওয়া দেড় শতাধিক চিঠি প্রকাশ করছেন ট্রাম্প

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে বিশ্বের সুপরিচিত মানুষদের লেখা বেশ কিছু চিঠি প্রকাশ করতে যাচ্ছেন। বৃহস্পতিবার (৯ মার্চ) ট্রাম্প ও প্রকাশনা সংস্থা উইনিং টিম পাবলিশিং-এর পক্ষ থেকে জানানো হয়েছে, রিচার্ড নিক্সন, কিম জং–উন ও অপরাহ উইনফ্রের মতো বড় বড় মানুষদের লেখা ১৫০টির বেশি চিঠি প্রকাশ করা হবে। ‘লেটারস টু ট্রাম্প’ নামে চিঠির সংকলনটি প্রকাশ করা হবে। বিভিন্ন দেশের নেতা, গণমাধ্যম ব্যক্তিত্ব, দৌড়বিদ এবং বড় ব্যবসায়ীদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে ব্যক্তিগত যোগাযোগ হয়েছিল, তারই চিহ্ন এ চিঠিগুলো। ট্রাম্পের চিঠির সংকলনটি আগামী মাসে প্রকাশ হতে যাচ্ছে। বইটিতে চার দশক ধরে বিনিময় হওয়া বিভিন্ন চিঠি থাকবে। সংকলনটিতে প্রতিটি চিঠির সঙ্গে ট্রাম্পের মন্তব্য জুড়ে দেওয়া হয়েছে। এখানে মাইকেল জ্যাকসন, ক্লিন্ট ইস্টউড, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের লেখা চিঠি আছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন, রোনাল্ড রিগ্যান, জর্জ এইচ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামার কাছ থেকে পাওয়া চিঠিও আছে সেখানে। আছে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের চিঠিও। আগামী ২৫ এপ্রিল ‘লেটারস ফ্রম ট্রাম্প’ বাজারে আসবে। এর খুচরা মূল্য ৯৯ ডলার, আর তাঁর স্বাক্ষরিত কপির মূল্য ৩৯৯ ডলার। গতকাল নিজস্ব মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প চিঠির সংকলনটি সম্পর্কে লেখেন: ‘অনেক বছর ধরে আমার কাছে আসা সবচেয়ে অবিশ্বাস্য চিঠি এগুলো।’ এলএবাংলাটাইমস/ওএম