লস এঞ্জেলেস

“শনিবার ১৯শে ডিসেম্বর হচ্ছে বিজয় বহর ও বিজয় মেলা”

অবশেষে আগামী ১৯শে ডিসেম্বর শনিবারই হচ্ছে ঐক্যবদ্ধ বিজয় বহর ও বিজয় মেলা। কিছুদিন ধরে ১৯ ও ২০ তারিখ দুটি বিজয় বহর হচ্ছে এরকম কানা ঘুষা শোনা গেলেও গতকাল ১৫ই নভেম্বর রবিবার লস এন্জেলেসে এক মিলন সভায় বিষয়টি নিষ্পত্তি হয়। এখন শুধুমাত্র ১৯শে ডিসেম্বর শনিবার বিজয় বহর ও বিজয় মেলা করার সিদ্ধান্তে সকলে একমত পোষণ করেন।

এবারের বিজয় বহর ও বিজয় মেলার বেশ কয়েকটি আকর্ষণ রয়েছে বলে জনাব মাসুদ রব চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জাহিদুল মাহমুদ জামী, আবুল ইব্রাহিম, খোকন আলম, মোহাম্মদ আলী, লাবু আলম, সোহেল রহমান বাদল, শাহ আলম ও তারিক বাবু জানিয়েছেন। আর অনুষ্ঠানটি সফল করে তোলার জন্য তাদের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন সাইয়েদ দেলোয়ার হোসেন দিলির , নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, কমরেড রব, মুনির শরিফ, সাইদ এম হোসেন বাবু, টনি হাবিব, কাজী মানিক, লাবু আলম, মিথুন চৌধুরী ও নিয়াজ মুহাইমেন সহ অনেকেই। লস এন্জেলেস ও আসে পাশের সিটিতে বসবাসরত মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হবে যথারীতি এই দিনে।

অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হয়ে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেসম্যান ব্রেড শারমেন, কংগ্রেস ওমেন জুডি চু, লস এঞ্জেলেস সিটি মেয়র এরিক গার্সিটি ও পুলিশ চিফ চার্লি বেককে। প্রবাসে বাংলাদেশের গর্ব, কে পি সি গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা, বিশিস্ট ডাক্তার কালী প্রদীপ চৌধুরী অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকতে সম্মত হয়েছেন।

অনুষ্ঠানে স্থানীয় গন্য-মান্য শিল্পী ও শিশু শিল্পীরা সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। বাংলাদেশ থেকে এবারই প্রথম লস এন্জেলেসে সঙ্গীত পরিবেশন করতে আসছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুবীর নন্দী। সেতারে থাকবেন মোর্শেদ খান ও তবলায় তপন মোদক। বাংলাদেশ থেকে আরো আসছেন এই প্রজন্মের হার্টত্রোব সঙ্গীত শিল্পী আসিফ আলতাফ।

 ১৯শে ডিসেম্বর শনিবার লস এঞ্জেলেসের শ্যাটো রিক্রিয়েশন সেন্টারের সামনে থেকে দুপুর তিন ঘটিকায় বিজয় বহর শুরু হয়ে লিটিল বাংলাদেশের বিভিন্ন রাস্তা ঘুরে শ্যাটো রিক্রিয়েশন সেন্টারের সামনে এসে বিজয় মেলায় শেষ হবে। মেলা দুপুর তিন ঘটিকা থেকে রাত ১০ ঘটিকা পর্যন্ত চলবে। পাশাপাশি চলবে দিনভর আকর্ষনীয় সংস্কৃতিক অনুষ্ঠান।

গতকাল ১৫ই নভেম্বর রবিবার লস এন্জেলেসের এই মিলন সভায় উপস্থিত ছিলেন মাসুদ রব চৌধুরী, আবুল ইব্রাহিম, মোহাম্মদ আলী, শাহ আলম, কমরেড রব, তারিক বাবু, মিথুন চৌধুরী, লাবু আলম, মুনির শরিফ, সাইদ এম হোসেন বাবু, সোহেল রহমান বাদল, সহ অনেকে। সভা থেকে লস এঞ্জেলেস প্রবাসী সকলকে আগামী ১৯শে ডিসেম্বর শনিবার বিজয় বহর ও বিজয় মেলায় উপস্থিত হয়ে বাংলাদেশের ৪৫তম বিজয় দিবস অনারম্বরভাবে পালন করতে আহ্বান জানানো হয়েছে।