ক্যালিফোর্নিয়ায় আনুষ্ঠানিক ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে বুধবার (৯ নভেম্বর) সকাল পর্যন্ত এখনো ফল প্রকাশ হয়নি। সাউদার্ন ক্যালিফোর্নিয়া এবং এর আশেপাশের কাউন্টিগুলোতে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
এখনও ভোট গণনা পুরোপুরি শেষ হয়নি। কাউন্টি রেজিস্ট্রার- রেকর্ডার সূত্র জানায়, লস এঞ্জেলেসের ২৩ শতাংশ ভোটার মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়েছে। এর মধ্যে ৬৫ শতাংশ মেইল এর মাধ্যমে এবং বাকি ৩৫ শতাংশ ইন-পার্সন ভোট প্রদান সম্পন্ন হয়েছে।
অরেঞ্জ কাউন্টিতে ৩৩ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
লস এঞ্জেলেস মেয়র এবং লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ নির্বাচন:
মেয়র হিসেবে স্থানীয় পর্যায়ে লস এঞ্জেলেসের ভোটাররা কারেন বেইজ এবং রিক কারুসোকে ভোট দিয়েছেন এবং তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
মঙ্গলবার রাত ৩টা ৩০ পর্যন্ত কারুসো বেইজের থেকে ১২ হাজার ২৮২ ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছে। বুধবার পর্যন্ত এটিই রেজিস্ট্রার- রেকর্ডার থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য।
কারুসো এখন পর্যন্ত পেয়েছেন ৫১ দশমিক ২৫ শতাংশ ভোট এবং বেইজ পেয়েছেন ৪৮ দশমিক ৭৫ শতাংশ ভোট।
লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ নির্বাচনেও হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
লস এঞ্জেলেস সিটি কাউন্সিল নির্বাচন:
সিটি কাউন্সিল নির্বাচনে বেশ কিছু নতুন মুখ স্থান পেতে যাচ্ছে বলে আভাস পাওয়া গেছে। এর মধ্যে একজন মঙ্গলবার পরাজিত হয়েছেন। জুন প্রাইমারিতে আরেকজন তার আসন হারান। এছাড়া বেশকিছু সদস্য নতুন করে নির্বাচন করেননি এবং অনেকের মেয়াদ ফুরিয়ে গেছে।
এলএবাংলাটাইমস/ওএম