বুধবার সকালে (১১ মে) কানোগা পার্কে এক বন্দুক হামলায় ৩ জন ব্যক্তি আহত হয়েছে।
লোমা ভার্দে এভিনিউয়ের ৬৯০০ নং ব্লকে দুপুর ১টার দিকে হামলাটি সংগঠিত হয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ একজনকে আহত অবস্থায় খুঁজে। পরবর্তীতে তাঁকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
২য় আহত ব্যক্তিকে বাসেট স্ট্রিট এবং ডে সোটো এভিনিউয়ের সংযোগস্থলে অচেতন অবস্থায় খুঁজে পাওয়া যায়। বর্তমানে আহত ব্যক্তিটি স্থানীয় হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছে।
৩য় আহত ব্যক্তিটি নিজেই চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলো। বর্তমানে সে স্থিতিশীল অবস্থায় আছে।
আহতদের মধ্যে একজনকে ছয়বার গুলি করা হয়েছে।
আক্রমনকারী সম্পর্কে এখনো কোন তথ্য পাওয়া যায়নি। পুলিশ এখনো তাদের তদন্ত চালাচ্ছে।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ