আগষ্টের ২৩ তারিখ রবিবারে লস এঞ্জেলেসের ইউনিভার্সল
স্টুডিও থিয়েটারে এস আই খান
পরিচালিত বাংলা চলচ্চিত্র অচেনা
হৃদয় বা Unknown Love প্রদর্শিত
হয়েগেলো।
১০০% বাণিজ্যিক সিনেমা
‘অচেনা হৃদয়’ দর্শকদের হৃদয়ে আনন্দ
দিয়েছে। দূর দেশে
দীর্ঘ দিন পরে দেশীয়
মুভি দেখে প্রবাসীরা আনন্দ
উপভোগ করেন।
অনেক দর্শক তাদের সন্তানদের সাথে করে নিয়ে আসেন বাংলাদেশে সাংস্কৃতির সাথে পরিচয় করানোর জন্য। তারা সবাই এল এ বাংলাটাইমসের কাছে তাদের উচ্ছাস প্রকাশ করেন। তবে এরআগেও লস
এঞ্জেলেসে অনেক বাংলাচলচ্চিত্র
প্রদর্শীত হয়েছে।
কিন্তু এবার সর্বপ্রথম ইউনিভারসাল স্টুডিও তে এবার ই প্রথম বাংলাদেশের ছবি প্রদর্শিত হলো। ইউনিভারসাল স্টুডিয়ো পৃথিবীর সবচেয়ে উন্নত সিনেমা হল। এর পূর্বে অন্য হলে হুমায়ূন
আহমদের চলচ্চিত্র ঘেটুপুত্র কমলা
গোল্ডেন গ্লোভ এওয়ার্ড এর জন্য এবং প্রদর্শীত
হয়েছে তারেক মাসুদের অস্কার
মনোনিত চলচ্চিত্র। সব শেষ এই অচেনা হৃদয়
চলচ্চিত্রটি প্রদর্শীত হলো।
ছবিটি প্রদর্শন নিয়ে প্রথম দিকে অশংকা দেখা দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা দূরীভূত হয় এবং মুভিটি সফলভাবে প্রদর্শন করা হয়। আগামীতে আরো ভাল ভাল মুভি প্রবাসীরা দেখতে পারবেন বলে আশা করা যাচ্ছে।
ছবিটি প্রদর্শনের জন্য লস এঞ্জেলেসের কমিউনিটি বেক্তিত্ব জনাব মাসুদ রব চৌধুরী, জনাব সামসুল ইসলাম সহ আরও অনেকে সহযোগিতা করেছেন।
স্টুডিও থিয়েটারে এস আই খান
পরিচালিত বাংলা চলচ্চিত্র অচেনা
হৃদয় বা Unknown Love প্রদর্শিত
হয়েগেলো।
১০০% বাণিজ্যিক সিনেমা
‘অচেনা হৃদয়’ দর্শকদের হৃদয়ে আনন্দ
দিয়েছে। দূর দেশে
দীর্ঘ দিন পরে দেশীয়
মুভি দেখে প্রবাসীরা আনন্দ
উপভোগ করেন।
অনেক দর্শক তাদের সন্তানদের সাথে করে নিয়ে আসেন বাংলাদেশে সাংস্কৃতির সাথে পরিচয় করানোর জন্য। তারা সবাই এল এ বাংলাটাইমসের কাছে তাদের উচ্ছাস প্রকাশ করেন। তবে এরআগেও লস
এঞ্জেলেসে অনেক বাংলাচলচ্চিত্র
প্রদর্শীত হয়েছে।
কিন্তু এবার সর্বপ্রথম ইউনিভারসাল স্টুডিও তে এবার ই প্রথম বাংলাদেশের ছবি প্রদর্শিত হলো। ইউনিভারসাল স্টুডিয়ো পৃথিবীর সবচেয়ে উন্নত সিনেমা হল। এর পূর্বে অন্য হলে হুমায়ূন
আহমদের চলচ্চিত্র ঘেটুপুত্র কমলা
গোল্ডেন গ্লোভ এওয়ার্ড এর জন্য এবং প্রদর্শীত
হয়েছে তারেক মাসুদের অস্কার
মনোনিত চলচ্চিত্র। সব শেষ এই অচেনা হৃদয়
চলচ্চিত্রটি প্রদর্শীত হলো।
ছবিটি প্রদর্শন নিয়ে প্রথম দিকে অশংকা দেখা দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা দূরীভূত হয় এবং মুভিটি সফলভাবে প্রদর্শন করা হয়। আগামীতে আরো ভাল ভাল মুভি প্রবাসীরা দেখতে পারবেন বলে আশা করা যাচ্ছে।
ছবিটি প্রদর্শনের জন্য লস এঞ্জেলেসের কমিউনিটি বেক্তিত্ব জনাব মাসুদ রব চৌধুরী, জনাব সামসুল ইসলাম সহ আরও অনেকে সহযোগিতা করেছেন।