লস এঞ্জেলেস

লস এঞ্জেলেস আবারও বাড়ছে করোনা রোগীর সংখ্যা

লস এঞ্জেলেসে টানা দ্বিতীয় দিনের মতো করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) লস এঞ্জেলেসে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৩০ জন এবং মারা গেছেন ২১ জন। এর আগের দিন করোনায় আক্রান্ত হয়েছিল ৩ হাজার ৩৬০ জন। এর মধ্যে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৮ জন। করোনার সংক্রমণ আবারও বেড়ে যাওয়ায় লস এঞ্জেলেস কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা উদ্বিগ্নতা প্রকাশ করেছেন। একই সাথে করোনা স্বাস্থ্যবিধি আরও কঠোরভাবে জারি করার ঘোষণাও এসেছে। তবে কাউন্টির হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা আগের থেকে কিছুটা কমেছে। শুক্রবার থেকে শনিবারে হাসপাতালে রোগী ৭ জন কমে হয়েছে ৭৪২ জন। এর মধ্যে জরুরি বিভাগে ভর্তি হয়েছে ১৮০ জন। এর আগের দিন বৃহস্পতিবার হাসপাতালে মোট রোগী ছিল ৭৭২ জন। করোনার শুরু থেকে এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬০ হাজার ৩৭৭ জন আর মারা গেছেন ২৭ হাজার ৪৩২ জন। এলএবাংলাটাইমস/ওএম