লস এঞ্জেলেস

ক্যালিফোর্ণিয়া বিএনপি'র উদ্যোগে জাতীয়তাবাদী দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বার্ষিক বনভোজন

আগামী ৬ই সেপ্টেম্বর, রবিবার, লস এঞ্জেলেসের গ্রিফিথ পার্কে ক্যালিফোর্ণিয়া বিএনপির উদ্যোগে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ও বার্ষিক বনভোজন একত্রে আয়োজন করা হয়েছে। প্রবাসী কম্যুনিটির সকল বাংলাদেশী ভাই-বোনদের এদিন আমন্ত্রণ জানিয়েছেন ক্যালিফোর্ণিয়া বিএনপির সভাপতি জনাব মো. আব্দুল বাছিত ও সিনিয়র নেতৃবৃন্দরা।  এ কর্মসুচিকে সামনে রেখে স্হানীয় বিএনপি নেতা-কর্মীরা ডাউনটাউনের নিকটবর্তী 'লিটিল বাংলাদেশ' এলাকায় ব্যাপক পোষ্টারিং, শোডাউন ও গণসংযোগ চালিয়ে যাচ্ছে।

ক্যালিফোর্ণিয়া বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক বনভোজন ২০১৫
স্হানঃ গ্রিফিথ পার্ক (ক্রিস্টাল স্প্রিংস)
4730 Crystal Springs Dr, Los Angeles, CA 90027
তারিখঃ ৬ই সেপ্টেম্বর, রবিবার
সময়ঃ দুপুর ১২টা থেকে ৫টা

গত বুধবার সন্ধ্যায় ক্যালিফোর্ণিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক জনাব মুর্শেদুল ইসলামের নেতৃত্বে স্হানীয় বিএনপির বড় একটি টিম প্রবাসী অধ্যুষিত লিটিল বাংলাদেশের বিভিন্ন স্পটে লিফলেট বিলি ও গণসংযোগ করেছেন। তারা সে সময় প্রবাসী বাংলাদেশীদের সকলকেই অনুষ্ঠানে স্বপরিবারে ও স্ববান্ধব আসার জন্য অনুরোধ জানিয়েছেন। জনাব মুর্শেদুল ইসলাম আমাদের প্রতিনিধিকে জানান প্রস্তুতির কাজ ভালভাবেই চলছে। পোষ্টার লিফলেট ছাড়া দলের পক্ষ থেকে আরো কয়েকদফা গণসংযোগ করা হবে। আয়োজক কমিটির সদস্য-সচিব বদরুল এ চৌধুরী জানান আমাদের সাধ্যমত সকলকে ইমেইল, টেলিফোন, টেক্সট মেসেজ ও দলের ফেসবুক পেইজ থেকে প্রচারণা চলবে। ইনশাল্লাহ, অতীতের মতো এবারেও ক্যালিফোর্ণিয়া বিএনপি প্রবাসীদের সুন্দর অনুষ্ঠান উপহার দিবে। যে কোন চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমাদের কর্মীবাহিনী সদাপ্রস্তুত আছে।

ক্যালিফোর্ণিয়া বিএনপির পক্ষে প্রবাসী কম্যুনিটির সকল বাংলাদেশী ভাই-বোনদের এদিন স্বপরিবারে ও স্ববান্ধব আমন্ত্রণ জানিয়েছেন সভাপতি মো. আব্দুল বাছিত, নিয়াজ মোহাইমন, সৈয়দ দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, ডাব্লিউ আমিন, মুর্শেদুল ইসলাম, মাহবুবুর রহমান শাহীন, সামসুজ্জোহা বাবলু, আহসান হাফিজ রুমী, সালাম দাড়িয়া, মাহতাব আহমেদ, এম. ওয়াহিদ রহমান, বদরুল আলম চৌধুরী শিপলু, জুনেল আহমেদ, ফারুক হাওলাদার, লায়েক আহমেদ, সৈয়দ নাসিরউদ্দিন জেবুল, মারুফ খান, মোয়াজ্জেম রাসেল, বদরুল আলম মাসুদ, শাহীন হক, মিকায়েল খান রাসেল, শাহাদাত শাহীন, লোকমান হোসেন, জাভেদ বখত, সেলিমা ইয়াসমিন, রওশন আরা, আবদুল হাকিম, খন্দকার তসলিম, আমজাদ হোসেন, মন্টু চৌধুরি, মুনিম আহমেদ, ওমর ফারুক, বাবুল হোসেন, পারভেজ, হাসানুজ্জামান মিজান, শান্ত, ইলিয়াস শিকদার, মামুন খান, ফেরদৌস সুজন, মিশর নুন, মাহমুদ, আলি হায়দার মিল্টন, তারিক বাবু, আলমগীর, আউয়াল অপু, হালিম, এনাম, জহির, হামিদ খোকন, পলাশ, নাঈম, ফাহিম, ইমন, ও হীরা সহ স্হানীয় বিএনপির তৃণমূল নেতা-কর্মীগণ।